রিয়াদ-ফাহিমের ঝড়ো ব্যাটিং, দুর্দান্ত জয়ে বিপিএল জমিয়ে দিলে বরিশাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:১০ পিএম, ৩০ ডিসেম্বর ২০২৪
রিয়াদ-ফাহিমের ঝড়ো ব্যাটিং, দুর্দান্ত জয়ে বিপিএল জমিয়ে দিলে বরিশাল

উদ্বোধনী ম্যাচ দিয়েই বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসর জমিয়ে দিলো বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। দুর্বার রাজশাহীর ছুঁড়ে দেওয়া বিশাল লক্ষ্যকে মাহমুদউল্লাহ রিয়াদ এবং ফাহিম আশরাফ মামুলি বানিয়ে জয় তুলে নিয়েছে।

সোমবার বিপিএলের উদ্বোধনী ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করে ইয়াসির আলী এবং অধিনায়ক এসামুল হক বিজয়ের জোড়া ফিফটিতে ৩ উইকেটে ১৯৭ রানের সংগ্রহ গড়ে নবাগত দল দুর্বার রাজশাহী।

জবাবে শুরুতে দলীয় ৫১ রানের ৫ উইকেট হারিয়ে হারের শঙ্কায় পড়লেও সপ্তম উইকেট জুটিতে ব্যাট হাতে তাণ্ডব চালান মাহমুদউল্লাহ রিয়াদ এবং পাকিস্তানী অলরাউন্ডার ফাহিম আশরাফ।

মাহমুদউল্লাহ রিয়াদ ৫৬ এবং ফাহিম আশরাফ ৫৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। সপ্তম উইকেট জুটিতে তাদের দু’জনের ব্যাট থেকে আসে ৩৭ বলে ৮৮ রানের ইনিংস।

রিয়াদ এবং আশরাফের এমন ব্যাটিং তাণ্ডবে ইনিংসের ১১ বল বাকি থাকতেই ২০০ রান করে ৪ উইকেটের জয় তুলে নেয় বরিশাল।

মাহমুদউল্লাহ রিয়াদ এবং ফাহিম আশরাফ ছাড়া বরিশালে পক্ষে ব্যাট হাতে অধিনায়ক তামিম ইকবাল ৭, তাওহিদ হৃদয় ৩২, মুশফিকুর রহীম ১৩ এবং শাহেন শা আফ্রিদী ২৭ রান করেন।

এর আগে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ১৯৬ রান করা দুর্বার রাজশাহীর পক্ষে ইয়াসির আলি অপরাজিত ৯৪ ও অধিনায়ক এনামুল হক ৬৫ রান করেন।

ম্যাচ সেরা হয়েছেন অপরাজিত ৫৬ রান করা মাহমুদউল্লাহ রিয়াদ।



শেয়ার করুন :