বিপিএলের থিম সংয়ে কয়েকটি লাইন লিখেছেন ড. ইউনূস

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৭ এএম, ০৪ ডিসেম্বর ২০২৪
বিপিএলের থিম সংয়ে কয়েকটি লাইন লিখেছেন ড. ইউনূস

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে প্রকাশিত হলো গ্রাফিতি ও থিম সং। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জমকালো এক আয়োজনের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিপিএল’র থিম সং প্রকাশ করা হয়। থিম সিংয়ের শিরোনাম দেওয়া হয়েছে ‘আবার এলো বিপিএল’।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বিপিএল গর্ভনিং কাউন্সিল সদস্য সচিব নাজমুল আবেদীন ফাহিমসহ বিসিবি’র অন্যান্য কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন।

ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানান, থিম সংয়ের কিছু লাইন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস লিখেছেন। বিপিএলের থিম সংয়ে কণ্ঠ দিয়েছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী গায়ক মুজা, ব্যান্ড শিল্পী রায়েফ আল হাসান রাফা এবং র‌্যাপার হান্নান হোসাইন শিমুল।

আসিফ মাহমুদ “বলেন, আমি যখন স্যারকে বলি, স্যার, আপনি তো অলিম্পিকসহ অনেক অনেক বড় ইভেন্টের ডিজাইনে পরামর্শ দিয়ে থাকেন, আমাদেরও যদি একটু সহায়তা করেন। আমি তখন আশা করিনি যে স্যার ব্যক্তিগতভাবে এতটা সম্পৃক্ত হয়ে যাবেন। স্যার স্যারের টিমকে নিয়ে আমার চেয়েও বেশি সম্পৃক্ত ছিলেন। এমনকি থিম সংয়েও স্যার কয়েকটি লাইন নিজে লিখে দিয়েছেন।”

থিম সংয়ের পাশাপাশি বিপিএলের থিম গ্রাফিতিতেও ফুটে উঠবে জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনের ছবি। আন্দোলনের সময় ছাত্রছাত্রীরা সড়কে, দেয়ালে যেসব গ্রাফিতি এঁকেছিলেন, একাদশ বিপিএলের থিম নেওয়া হয়েছে সেখান থেকে।

৩০ ডিসেম্বর থেকে শুরু হয়ে নতুন বছলেল ৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এবারের বিপিএল আসর। ঢাকা, চট্টগ্রাম এবং সিলেটে বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তবে বিপিএলের এ উম্মাদনা সারা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার জন্য নানা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।



শেয়ার করুন :