বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১ত আসরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। প্রকাশিত সূচি অনুযায়ী ২০২৫ সালের বিপিএল শুরু হবে ৩০ ডিসেম্বর এবং ৭ ফেব্রুয়ারি ফাইনাল লড়াইয়ের মধ্য দিয়ে শেষ হবে দেশের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি এ টুর্নামেন্ট।
মঙ্গলবার (১২ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করা হয়েছে। আসরটি মাঠে গড়ানোর দেড় মাসেরও অধিক সময় আগে সূচি জানানো হলো।
সূচি অনুযায়ী বিপিএলের ২০২৫ আসরে উদ্বোধনী ম্যাচে মিরপুরে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল এবং দুর্বার রাজশাহী মুখোমুখি হবে। একই দিনের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে রংপুর রাইডার্স এবং ঢাকা ক্যাপিটালস।
দিনের প্রথম ম্যাচটি মাঠে গড়াবে দুপুর দেড়টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। তবে সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপর ২টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।
বরাবরের মতো এবারও দেশের তিনটি ভেন্যুতে বিপিএলের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ঢাকার মিরপুর শেরে বাংলায় ৩০ ডিসেম্বর শুরু হবে ৩ জানুয়ারি পর্যন্ত অনুুষ্ঠিত হবে প্রথম পর্বের খেলা।
ঢাকার প্রথম পর্ব শেষে ৬ জানুয়ারি শুরু হবে সিলেট পর্বের খেলা। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মোট ১২টি ম্যাচ শেষ হবে ১৩ জানুয়ারি। এরপর সিলেট থেকে চট্টগ্রাম যাবে বিপিএল।
চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচ শুরু হবে ১৬ জানুয়ারি। সিলেটের ন্যায় চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী ক্রিকেট স্টেডিয়ামেও মোট ১২টি ম্যাচ শেষে হবে ২৩ জানুয়ারি। এরপর ঢাকার দ্বিতীয় ও শেষ পর্বে ফিরবে বিপিএল।
ঢাকার শেষ পর্বের খেলা শুরু হবে ২৬ জানুয়ারি। ঢাকার এ পর্বে এলিমিনেটর, কোয়ালিফায়ার ও ফাইনালসহ মোট ১৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। লিগ পর্বের খেলা শেষে ৩ ফেব্রুয়ারি এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ অনুষ্ঠিত হবে।
এছাড়া ৪ ফেব্রুয়ারি দ্বিতীয় কোয়ালিফায়ার এবং ৭ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত। ফাইনালসহ প্লে-অফের ম্যাচগুলোর জন্য রিজার্ভ ডে রাখা হয়েছে।