চলতি বছরের ডিসেম্বরে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর। গত দশ আসরে দর্শকরা নানা ধরনের ভোগান্তিতে পড়লেও এবার তা কমিয়ে আনার চেষ্টা করছে নতুন কমিটি। তারই ধারাবাহিকতায় এবারের বিপিএলে থাকবে দর্শকদের অগ্রাধিকার। একই সাথে গ্যালারিতে খাবারের দাম কমিয়ে আনাসহ থাকবে বিনামূল্যে বিশুদ্ধ পানি।
বুধবার (৬ নভেম্বর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) স্পন্সর ঘোষণা অনুষ্ঠানে বিসিবির পরিচালক ও বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব নাজমুল আবেদিন ফাহিম এসব তথ্য জানান।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “মাঠে ঢোকা থেকে... একজন দর্শক খেলা দেখতে আসবেন, আমি চাইবো সে যেন কোন প্রকার হেনস্থার শিকার না হয়। মাঠের ভেতরে খাবারের দামটা যেমনটা হওয়া উচিত তেমনি যেন হয়। তার জন্য যে ওয়াশরুম ব্যবস্থা থাকবে সেটা যেন ভালো হয়। এমনও হতে পানি পান করার জন্য কোন পয়সাই দিতে হবে না, এমনও হতে পারে। এ ধরনের উদ্যোগ আমাদের থাকবে।”
এবারের বিপিএল দেখে দর্শকরা যেন মনে করতে পারেন এটা নিজেদের খেলা -ঠিক তেমনটাই প্রত্যাশা করেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব।
তিনি বলেন, “একজন দর্শক সহজেই যেন ঢুকতে পারে, যেন নিজের মনে করতে পারে। আমি যেটা বললাম, ওনারশিপটা খুব গুরুত্বপূর্ণ, তারা (দর্শতরা) যেন মনে করতে পারে যে, হ্যাঁ এটা তাদের খেলা। তারা বাইরে থেকে এসেছে কিংবা ভাড়া করা লোক তা নয়। তাদের মাঠ, তারা খেলা দেখবে, উপভোগ করবে পরিবার নিয়ে, চলে যাবে এবং পরের দিন আসার জন্য উন্মুখ হয়ে থাকবে আসার জন্য।”
নাজমুল আবেদিন ফাহিম আরও বলেন, “এটা যদি আমরা করতে পারি তাহলে মনে করবো আমরা সফল। আর যদি না করতে পারি তাহলে আমাকে ধরে নিতে হবে যে, আমি ব্যর্থ হয়েছি।”