ফাইনালের আগের দিন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরের প্রাইজমানি জানালো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত প্রাইজমানিতে চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা এবং বানার্সআপ দল পাবে ১ কোটি টাকা। এছাড়া টুর্নামেন্ট সেরা ক্রিকেটার পারে ১০ লাখ টাকার আর্থিক পুরস্কার।
বিপিএলের দশম আসরের ইতিমধ্যে দুই ফাইনালিস্ট চূড়ান্ত হয়েছে। প্রথম কোয়ালিয়ার ম্যাচে জয় তুলে ফাইনাল নিশ্চিাত করেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টের চারবার শিরোপা দলটি এবার পঞ্চমবারের মতো ফাইনাল খেলবে।
অন্যদিকে, দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে রংপুর রাইডার্সকে হারিয়ে ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। কুমিল্লায় ন্যায় তামিম ইকবালের নেতৃত্বাধীন তারকাবহুল বরিশালও এবার শিরোপা জয়ে আশাবাদী।
শুক্রবার (১ মার্চ) সন্ধ্যা ৭টায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বিপিএলের দশম আসরের ফাইনাল লড়াই। ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর আগের দিন বৃহস্পতিবার প্রাইজমানি জানিয়ে দিয়েছে বিসিবি।
ঘোষণা অনুযাীয়, বিপিএল ২০২৪ আসরের চ্যাম্পিয়ন দল পাবে ২ কোটি টাকা পুরস্কার আর রানার্সআপরা পাবে ১ কোটি। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় পাবেন ১০ লাখ টাকা পুরস্কার।
এছাড়া ফাইনালের ম্যাচসেরা, টুর্নামেন্টের সেরা ফিল্ডার, সর্বোচ্চ রান সংগ্রাহক এবং সর্বোচ্চ উইকেটশিকারী প্রত্যেকে পাবেন ৫ লাখ টাকা করে পুরস্কার।
বিপিএল ২০২৪ প্রাইজমানী
# ম্যাচ সেরা ফাইনাল : ৫ লাখ টাকা
# টুর্নামেন্ট সেরা ফিল্ডার: ৩ লাখ টাকা
# টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট শিকারি: ৫ লাখ টাকা
# টুর্নামেন্টে সর্বোচ্চ রান করা ব্যাটার: ৫ লাখ টাকা
# টুর্নামেন্টের সেরা ক্রিকেটার : ১০ লাখ টাকা
# রানার্সআপ দল : ১ কোটি টাকা
# চ্যাম্পিয়ন দল : ২ কোটি টাকা।