ফাইনালের জন্য মিলারকে রেখে দিল বরিশাল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:২৯ পিএম, ২৯ ফেব্রুয়ারি ২০২৪
ফাইনালের জন্য মিলারকে রেখে দিল বরিশাল

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ক্রিকেটে দল ফাইনাল নিশ্চিত করার পর এবার ডেভিড মিলারকে রেখে দিলো শিরোপা প্রত্যাশি ফরচুন বরিশাল। দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ খেলেই তার চলে যাওয়ার কথা ছিল। তবে ফাইনালে আগে আবারও চমক দিলো তামিম ইকবালের বরিশাল।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) ফরচুন বরিশালের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

দক্ষিণ আফ্রিকার মিডল অর্ডারের এ ব্যাটার ফরচুন বরিশালের হয়ে দুটি ম্যাচ খেলেছেন। প্রথম ম্যাচে ব্যাট হাতে ১৩ বলে ১৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে এলিমিনেটরের ওই ম্যাচ জিতে আসরের দ্বিতীয় কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করেছিল বরিশাল।

প্রথম ম্যাচে জ্বলে উঠতে না পারলেও দ্বিতীয় কোয়ালিফায়ারে ঠিকই ব্যাট হাতে ঝড়ো ইনিংস খেলেন মিলার। মুশফিকের সাথে জুটি বেঁধে খেলেন ১৮ বলে অপরাজিত ২২ রানের ইনিংস। অন্যপ্রান্তে মুশফিক মারমুখি থাকা রংপুর রাইডার্সকে বিদায় করে ফাইনালে পা রাখে বরিশাল।

চলমান বিপিএলে ফরচুন বরিশালের প্রধান লক্ষ্য শিরোপা জয়। সেই যাত্রায় আশা পূরণের খুব কাছেই রয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তামিম ইকবালকে নিয়ে গড়া দলটি নিলাম থেকে মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার এবং মেহেদী হাসান মিরাজদের দলে ভেড়ায় ভিড়িয়েছে বরিশালের মালিকপক্ষ।



শেয়ার করুন :