খুলনাকে কঠিন সমীকরণে ফেলে প্লে-অফে চট্টগ্রাম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৮ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৪
খুলনাকে কঠিন সমীকরণে ফেলে প্লে-অফে চট্টগ্রাম

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় দল হিসেবে প্লে-অফে খেলা নিশ্চিত করলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তানজিদ হাসান তামিমের সেঞ্চুরির ম্যাচে খুলনা টাইগার্সকে ৬৫ রানের বড় ব্যবধানে হারিয়ে দিয়েছে চট্টগ্রাম। ব্যাট হাতে ১১৬ রানের ইনিংস খেলেছেন জুনিয়র তামিম।

এ জয়ে চ্যালেঞ্জার্সরা প্লে-অফ নিশ্চিত করলেও কঠিন সমীকরণের পড়ে গেছে খুলনা টাইগার্স। ১২ ম্যাচে ৭ জয়ে১৪ পয়েন্ট অর্জন করে প্লে-অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম।

বিপরীতে ১১ ম্যাচ খেলে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে খুলনা টাইগার্স। ফলে প্লে-অফে খেলতে হলে নিজেদের শেষ নিশ্চিত জয় পাওয়া ছাড়া ফরচুন বরিশালের ম্যাচের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

১১ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে বরিশাল। এছাড়া এর আগে রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্লে-অফে খেলা নিশ্চিত করেছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে খুলনার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারে সংযুক্ত আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিমকে হারায় চট্টগ্রাম। ১ রান করে খুলনার স্পিনার নাসুম আহমেদের শিকার হন ওয়াসিম।

শুরুতেই সতীর্থকে হারালেও দায়িত্ব নিয়ে চট্টগ্রামের রানের চাকা ঘুড়িয়েছেন আরেক ওপেনার তানজিদ। দ্বিতীয় উইকেটে সৈকত আলিকে নিয়ে ৩৭ বলে ৫৬ রান যোগ করেন তিনি। জুটিতে ৩টি চারে ১৮ রান করে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডারের শিকার হন সৈকত।

সৈকতের সাথে হাফ-সেঞ্চুরির জুটির পর তৃতীয় উইকেটে নিউজিল্যান্ডের টম ব্রুসের সাথে ৬১ বলে ১১০ রান তুলেন তানজিদ। এ জুটি গড়ার পথেই ৩২ বলে হাফ-সেঞ্চুরির পর টি-টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরিও তুলে নেন তানজিদ। এবারের বিপিএলে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করতে ৫৮ বল খেলেছেন তিনি। বিপিএলের ইতিহাসে ৩২তম সেঞ্চুরি করলেন তানজিদ।

১৯তম ওভারের প্রথম বলে দক্ষিণ আফ্রিকার পেসার ওয়েন পারনেলের শিকার হওয়ার আগে ৮টি করে চার-ছক্কায় ৬৫ বলে ১১৬ রানের নান্দনিক ইনিংস খেলেন বাঁ-হাতি ব্যাটার তানজিদ। এই ইনিংস খেলার পথে চলতি বিপিএলে এ পর্যন্ত ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস খেলেন তিনি।

দলীয় ১৭০ রানে তানজিদ ফেরার পর শেষ ১১ বলে ২২ রান যোগ করতে পারে চট্টগ্রাম। ৪ উইকেটে ১৯২ রানের বড় সংগ্রহ পায় চট্টগ্রাম।
২টি চারে ৫ বলে ১০ রান করে আউট হন ওয়েস্ট ইন্ডিজের রোমারিও শেফার্ড। ২৩ বলে ২টি করে চার-ছক্কায় ব্রুস ৩৬ ও অধিনায়ক শুভাগত হোম ৩ বলে ৭ রানে অপরাজিত থাকেন। খুলনার পারনেল-নাসুম-হোল্ডার ও মুকিদুল ইসলাম ১টি করে উইকেট নেন।

১৯৩ রানের বড় টার্গেটে খেলতে নেমে তৃতীয় ওভারে ওপেনার পারভেজ হোসেন ইমনকে ৬ রানে ফিরিয়ে দেন চট্টগ্রাম পেসার ওমানের বিলাল খান।

শুরুতে উইকেট হারালেও দ্বিতীয় উইকেটে ৩৫ বলে ৫৪ রানের জুটি গড়ে খুলনাকে লড়াইয়ে রাখেন অধিনায়ক এনামুল হক বিজয় ও ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ। নবম ওভারে পেসার শহিদুল ইসলামের বলে আউট হন ৫টি চার ও ১টি ছক্কা মারা বিজয়।

দলীয় ৬৭ রানে দ্বিতীয় ব্যাটার হিসেবে বিজয় ফেরার পর স্পিনার শুভাগতর ঘূর্ণিতে পড়ে খুলনা। শুভাগত ৩ উইকেট শিকারে ৯৯ রানে ছয় ব্যাটারকে হারায় খুলনা। ১টি চার ও ৩টি ছক্কায় ২১ বলে ৩১ রান করা হোপ, আফিফ হোসেন (৬) এবং মাহমুদুল হাসান জয়কে ৭ রানে আউট করেন শুভাগত।

পরের দিকে লোয়ার-অর্ডার ব্যাটাররা লড়াই করতে না পারলে ১২৭ রানে অলআউট হয় খুলনা। চট্টগ্রামের শুভাগত ২৫ রানে ৩ উইকেট নেন।



শেয়ার করুন :