টানা পাঁচ ম্যাচ জয়ের পর হারলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভেক্টোরিয়ান্স। শেষ চার থেকে ছিটকে যাওয়া সিলেট স্ট্রাইকার্সের কাছে ১২ রানের হারের পেয়েছে টেবিলের দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা। ব্যাট হাতে ৮৫ রানের ইনিংস খেললেও হার থেকে দলকে রক্ষা করতে পারেননি অধিনায়ক লিটন কুমার দাস।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) চট্টগ্রামে দিনের প্রথম ও আসরের ৩৭তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৭৭ রানের ইনিংস গড়ে সিলেট স্ট্রাইকার্স। দলের এমন বড় স্কোরে ব্যাট হাতে অপরাজিত ৬২ রানের ইনিংস খেলেন ইংলিশ ক্রিকেটার বেনি হাওয়েল।
জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৬৫ রান করতে পারে কুমিল্লা। দলের পক্ষে লিটনের ৮৫ রানের ইনিংস ছাড়াও ক্যারিবিয়ান তারকা আন্দ্রে রাসেল শেষ দিকে ২৩ রানের ইনিংস খেললেও হার থেকে রক্ষা হয়নি।
চলমান আসরে কুমিল্লার এটি তৃতীয় হার। ঢাকার বিপক্ষে হার দিয়ে আসর শুরু করা কুমিল্লা নিজেদের চতুর্থ ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে দ্বিতীয় হারের স্বাদ পেয়েছিল। এরপর টানা পাঁচ ম্যাচ জয়ের পর আবারও হাররো বর্তমান চ্যাম্পিয়নরা।
এ ম্যাচে হারলেও টেবিলের দ্বিতীয় স্থানেই রয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ১০ ম্যাচ খেলে ৭ জয়ে ১৪ পয়েন্ট রয়েছে তাদের। অন্যদিকে, সিলেট স্ট্রাইকার্সের এটি চতুর্থ জয়।
শেষ চারের দৌড় থেকে আগেই ছিটকে যাওয়া মাশরাফির দলটি ১১ ম্যাচ খেলে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে দলটি।