টি-টোয়েন্টিতে ব্যাটিং ঝড় দেখালেন সৌম্য-মাহমুদউল্লাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:০৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২৪
টি-টোয়েন্টিতে ব্যাটিং ঝড় দেখালেন সৌম্য-মাহমুদউল্লাহ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৮তম ম্যাচে ব্যাটিং ঝড় দেখালেন ফরচুন বরিশালের হয়ে খেলা সৌম্য সরকার এবং মাহমুদউল্লাহ রিয়াদ। দু’জনের ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভারে ৪ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ পেয়েছে বরিশাল। মাহমুদউল্লাহ ৪৭ বলে ৭৩ রানে আউট হলেও ৪৮ বলে ৭৫ রানে অপরাজিত ইনিংস খেলেছেন সৌম্য।

শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৯ রানেই ৩ উইকেট হারায় বরিশাল। ওপেনার তামিম ইকবালকে ৪ রানে ফিরিয়ে দেন পেসার শরিফুল ইসলাম।

এরপর পাকিস্তানের আহমেদ শেহজাদকে ১০ এবং মুশফিকুর রহিমকে ১ রানে শিকার করেন ঢাকার অধিনায়ক ও পেসার তাসকিন আহমেদ। তবে শুরুর ধাক্কা সামলে উঠতে চতুর্থ উইকেটে শক্ত হাতে হাল ধরেন সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদ।

ইনিংসের ১৩তম ওভারে দলের রান ১শতে পৌঁছে দিয়ে ৩২ বলে এবারের আসরে প্রথম হাফ-সেঞ্চুরি করেন ৭ রানে জীবন পাওয়া সৌম্য। ১৫তম ওভারে চলতি আসরে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি করেন ৩৭ বল খেলা মাহমুদউল্লাহ।

জোড়া হাফ-সেঞ্চুরির পরও ইনিংস বড় করছিলেন সৌম্য ও মাহমুদউল্লাহ। ১৭তম ওভারে সৌম্য ও মাহমুদউল্লাহ থিতু হওয়া জুটি ভাঙেন শরিফুল। ৭টি চার ও ৪টি ছক্কায় ৪৭ বলে ৭৩ রানে আউট হন জাতীয় দলের সাবেক টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ।

৮৫ বল খেলে বিপিএলে চতুর্থ উইকেটে তৃতীয় সর্বোচ্চ ১৩৯ রান যোগ করেন সৌম্য-মাহমুদউল্লাহ। তবে মাহমুদউল্লাহ সাজঘরে ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন সৌম্য সরকার।

মাহমুদউল্লাহর বিদায়ের পর পাকিস্তানের শোয়েব মালিককে নিয়ে বরিশালকে ৪ উইকেটে ১৮৯ রানের বড় সংগ্রহ এনে দেন সৌম্য। ২টি চার ও ১টি ছক্কায় ১০ বলে অপরাজিত ১৯ রান করেন মালিক।

সৌম্যর ৪৮ বলে সাজানো ৭৫ রানের ইনিংসে ৪টি চার ও ৬টি ছক্কা ছিল। ঢাকার পক্ষে তাসকিন ও শরিফুল ২টি করে উইকেট নেন।



শেয়ার করুন :