বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম ব্যাটার হিসেবে একদিন আগে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেছিলেন তামিম ইকবাল। এবার দ্বিতীয় ব্যাটার হিসেবে একই মাইলফল স্পর্শ করলেন মুশফিকুর রহিম। একই সাথে বিপিএলে রানের দিক দিয়ে সবাইকে ছাড়িয়ে শীর্ষে উঠে গেছেন অভিজ্ঞ এ ব্যাটার।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ফরচুন বরিশাল। পঞ্চম ব্যাটার হিসেবে মাঠে নেমে এ মাইলফলক স্পর্শ করেন মুশফিক। টানা দ্বিতীয় ফিফটি তুলে নেন মুশফিক।
বিপিএলের দশম আসরে মঙ্গলবার তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল মুশফিকু রহিমের ফরচুন বরিশাল। আগের দুই ম্যাচে এক জয় ও এক হার রয়েছে এবারের আসরে শিরোপার জন্য ফেবারিট দাবিদার দলটি।
বরিশালের প্রথম ম্যাচে দল জয় পেলেও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি মুশফিকুর রহিম। ২৭ বলে ২ চারে করেছিলেন ২৬ রান। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে তুলে নেন বিপিএল ক্যারিয়ারের ১৯তম ফিফটি।
দল হেরে যাওয়ার ওই ম্যাচে মুশফিকের ব্যাট থেকে এসেছিলে অপরাজিত ৬৮ রানের ইনিংস। তবে ১৮৭ রানের বিশাল সংগ্রহ গড়েও খুলনা টইগার্সের বিপক্ষে ৮ উইকেটে হেরে যায় বরিশাল। ওই ম্যাচে প্রথম ব্যাটার হিসেবে ৩ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তামিম ইকবাল।
মঙ্গলবার দলের তৃতীয় ম্যাচে টানা ফিফটি তুলে নেন মুশফিক। বিপিএলের ২০তম ফিফটি করার ম্যাচে রান সংগ্রহে সকলকে ছাড়িয়ে যান জাতীয় দলের অভিজ্ঞ এ ব্যাটার। ব্যাট হাতে খেলে ৬২ রানের ইনিংস। ৪৪ বলে মুশফিকের এ ইনিংসে ৬টি চারের মারের সাথে ২ ছক্কার মার ছিল।
বিপিএলে রান করার দিকে সবাইকে ছাড়িয়ে শীর্ষ উঠার ম্যাচে তামিম ইকবালের পর দ্বিতীয় ব্যাটার হিসেবেও ৩ হাজার রানের ক্লাবে প্রবেশ করেন মুশফিক। এ ম্যাচ শেষে বিপিএলে ১০৮ ইনিংসে মুশফিকের মোট রান ৩০৩৮। এ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা তামিমের রান ৩০২৪।