বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বিতীয় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে তামিম ইকবালের ফরচুন বরিশাল এবং সাকিব আল হাসানের দল রংপুর রাইডার্স। হাইভোল্টেজ ম্যাচটিতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বরিশালের অধিনায়ক তামিম। টস হেরে প্রথমে ব্যাট করছে রংপুর। দলে সাকিব থাকলেও রংপুরের নেতৃত্ব দিচ্ছেন নুরুল হাসান সোহান।
শনিবার (২০ জানুয়ারি) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসরের তৃতীয় ম্যাচটি শুরু হয়েছে দুপুর দেড়টায়। এ ম্যাচ দিয়ে প্রায় চার মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন তামিম ইকবাল। অন্যদিকে, বিশ্বকাপে ইনজুরি পড়ার পর আবারও মাঠের খেলায় ফিরলেন সাকিব।
রংপুর রাইডার্স একাদশ
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাকিব আল হাসান, শেখ মেহেদী, হাসান মাহমুদ, রনি তালুকদার, শামীম পাটোয়ারী, হাসান মুরাদ, আবু হায়দার রনি, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, ব্রেন্ডন কিং ও সালমান এরশাদ।
ফরচুন বরিশাল একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফুদ্দিন, শোয়েব মালিক, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ ইমরান, দুনিথ ওয়েলালাগে।