২০০ টাকায় দেখা যাবে বিপিএলের ম্যাচ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৮:২২ পিএম, ১৫ জানুয়ারি ২০২৪
২০০ টাকায় দেখা যাবে বিপিএলের ম্যাচ

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর শুরু হচ্ছে শুক্রবার (১৯ জানুয়ারি)। এর আগেই জানিয়ে দেওয়া হলো বিপিএলের ম্যাচ দেখার টিকিট মূল্য। ঢাকার প্রথম পর্বে বিপিএলের খেলা দেখতে গুণতে হবে সবনিম্ন ২০০ টাকা। এছাড়া সর্বোচ্চ টিকিটের মূল্য রাখা হয়েছে ২৫০০ টাকা।

সোমবার (১৫ জানুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে এ তথ্য জানানো হয়েছে।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) সকাল সাড়ে ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ নম্বর গেটের পাশের কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। এছাড়া ম্যাচের দিন এবং ম্যাচের আগের দিন একই কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে।

ঢাকা ভেন্যুর টিকিট মূল্য- গ্র্যান্ড স্ট্যান্ড ২৫,০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ১৫,০০ টাকা, ক্লাব হাউস ৮০০ টাকা, উত্তর/দক্ষিণ স্ট্যান্ড ৪০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড ২০০টাকা।

শুক্রবার (১৯ জানুয়ারি) কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও দুর্দান্ত ঢাকার মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএলের দশম আসর। একই দিন দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

বিপিএলের পূর্ণাঙ্গ সূচি


বিষয়ঃ

শেয়ার করুন :