চিটাগং ভাইকিংসের ১৭৬ রান তাড়া করতে নেমে ৩ উইকেটের জয় পেয়েছে রংপুর। জয়ের জন্য রংপুরের শেষ ওভারে ১৪ রান দরকার ছিল। দ্বিতীয় বলে ছক্কা মেরে সেটাকে ৪ বলে ৬ রানে আনলেন পেরেরা। তৃতীয় ও চতুর্থ বলে দুই উইকেট পড়ল। রান এল না একটাও। পঞ্চম বলে দুই রানের পর ওয়াইড দিলেন তাসকিন। বাকি এক বলে তিন রানের বদলে পেরেরা মারলেন ছক্কা। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে জয় নিয়ে মাঠ ছাড়নে মাশরাফির রংপুর।
তবে এর আগে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে আরেক চমকের জন্ম দেন অধিনায়ক মাশরাফি। ম্যাককালাম আউট হয়ে ব্যাট হাতে নেমে পড়েন মাশরাফি বিন মুর্তজা নিজেই। ওয়ান ডাউনে তাকে নামতে দেখে পুরো স্টেডিয়ামের দর্শক নিরব হয়ে যান।
তবে উইকেটে যতক্ষণ ছিলেন, পুরোটা সময়ই বিস্মিত করে গেছেন রংপুর অধিনায়ক। ষষ্ঠ ওভারে দলের ৩১ রানে নেমেছিলেন। দশম ওভারে ৯১ রানে ফিরেছেন। মাঝে দলের ৬০ রানের ৪২-ই মাশরাফির, সেটাও আবার ১৭ বলে।
ম্যাচ শেসে সেই ওয়ান ডাউনে নামার ব্যাখ্যা দিলেন মাশরাফি। বলেন, ‘শুরুর দিকের ওভারগুলো কাজে লাগাতে চেয়েছিলাম, তাই তিন নম্বরে নেমেছি। ভাগ্য ভালো ছিল। রান পেয়েছি।’
তিনি আরও বলেন, ‘এরকম ম্যাচগুলো সবসময়ই অনেক চাপের। থিসারা শেষ বলে খুব সুন্দর একটি জয় উপহার দিয়েছে আমাদের। চাপের মধ্যে এমন ফিনিশিং দেওয়া কঠিন। আমিও শেষ দিকে মালিঙ্গাকে দৌড়াতে মানা করেছিলাম। কেননা থিসারা পেরারা একমাত্র ক্রিকেটার যে আমাদের জন্য ম্যাচটি ওই অবস্থায় জিততে পারতো।’
উল্লেখ্য, এ জয়ে ৮ খেলায় ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থস্থানে উঠে এলো রংপুর। অন্যদিকে সমান সংখ্যক ম্যাচে ২ জয়ে ৫ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম ও তলানিতেই থাকলো চিটাগং।