দেশের জাতীয় সংসদ নির্বাচন শেষ আগামী ৫ জানুয়ারি শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৬ষ্ঠ আসর। রোববার (২৯ জুলাই) বিপিএল গভর্নিং কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
বিপিএলের ফ্রাঞ্চাইজিগুলোর সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে বসেছিল বিপিএল গভর্নিং কাউন্সিল। বৈঠক শেষে বিসিবি পরিচালক এবং বিপিএল টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বৈঠকে বিপিএল আয়োজনের জন্য সময় নির্ধারণ করা হয়েছে ৫ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি। তার আগে প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হবে অক্টোবরে। তবে দিন তারিখ নির্ধারণ করা হয়নি। তারিখ পরে জানানো হবে।
জালাল ইউনুস বলেন, আমরা জেনেছি, জাতীয় নির্বাচন হবে ডিসেম্বরের শেষ সপ্তাহে। সেই নির্বাচনের সম্ভাব্য সময় সূচির সঙ্গে মিলিয়েই জানুয়ারির ৫ তারিখ থেকে ফেব্রুয়ারির ৮ তারিখ পর্যন্ত বিপিএলের জন্য বরাদ্দ রাখা হয়েছে। তবে কোন কারণে জাতীয় নির্বাচন পিছিয়ে গেলে বিপিএলের দিন তারিখ নতুন করে নির্ধারণ করা হবে।
তিনি জানান, গতবারের স্কোয়াড থেকে এবার সর্বোচ্চ ৪ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে প্রতিটি দল। এটা আগেই বোর্ডের সিদ্ধান্ত ছিল। স্থানীয় ও বিদেশি মিলিয়েই চারজন ধরে রাখতে পারবে। তবে সবকিছুই এখনও সুপারিশের পর্যায়ে। অনুমোদনের জন্য বোর্ড সভায় তোলা হবে।
জালাল ইউনুস আরও জানান, ড্রাফটের বাইরে দলগুলো কতজন ক্রিকেটার নিতে পারবে, সেটির একটি সংখ্যাও বেধে দেওয়ার কথা ভাবা হচ্ছে। এছাড়া আর গত আসরের মতো এবারও তিনটি ভেন্যু ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে অনুষ্ঠিত হবে বিপিএলের খেলা।