বিপিএলের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা রাজশাহী কিংস ‘ফাইটিং স্কোর’ দাঁড় করালো ফুরফুরে মেজাজে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সামনে। ২০ ওভার ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১৮৫ রানের বড় স্কোর সংগ্রহ করে অধিনায়ক ড্যারন স্যামির কুমিল্লা।
চলমান বিপিএলে নিজেদের প্রথম খেলায় রাজশাহী কিংসকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা রাজশাহী কিংস জয়ের বিকল্প নেই।
অন্যদিকে অনেকটা হোম গ্রাউন্ডের সুবিধা পাওয়া কুমিল্লা পয়েন্টে রাজশাহীর চেয়ে অনেক এগিয়ে। ছয় ম্যাচ খেলে পাঁচ জয় ও এক পরাজয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয়তে অবস্থান করছে তামিম ইকবালের কুমিল্লা।
উল্লেখ্য, ইনজুরি কাটিয়ে প্রথমবারের আজ বিপিএলে ফিরেছেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। ১৮৫ রানের বড় স্কোরের সঙ্গে রাজশাহীর জন্য যা বাড়তি অনুপ্ররণা।