বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসরের ফাইনালে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস। ফলে টস হেরে প্রথমে ব্যাটিং করছে মাশরাফি বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স।
রংপুর রাইডার্সকে হারিয়ে বিপিএলের ফাইনালে উঠেছে মাশরাফি বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে, সিলেট স্ট্রাইকার্স-কেই হারিয়ে ফাইনালে পা রেখেছে কুমিল্লা।
অধিনায়ক হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটেই শুধুমাত্র ঈর্ষণীয় রেকর্ড নেই মাশরাফির। বিপিএলেও অধিনায়ক হিসেবে সেরা সাফল্য আছে তার। বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ চারবার বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছেন মাশরাফি।
প্রথম পাঁচ আসরের মধ্যে চারটিতে অধিনায়ক হিসেবে ট্রফি তুলে ধরেছেন ম্যাশ। সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে প্রথমবারের মতো বিপিএলের শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী সিলেট স্ট্রাইকার্স।
শুধু তাই নয়, এখন পর্যন্ত টুর্নামেন্টের ফাইনালে কখনও হারেননি মাশরাফি। এ জন্য মাশরাফির নেতৃত্বে শিরোপা জয়ের স্বপ্নও দেখছে সিলেট। অভিজ্ঞ ও তরুণদের সম্বনয়ে গড়া দলটি বেশ আত্মবিশ্বাসীও।
এদিকে, কুমিল্লাও জানে- টানা ১০ ম্যাচ জয়ের পরও একটি খারাপ দিন সব কিছু নষ্ট করে দিতে পারে। তারা আশা করছে, টুর্নামেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে কোন অঘটন না ঘটুক।
কুমিল্লার অধিনায়ক ইমরুল কায়েস বলেছেন, “আমরা আমাদের সেরাটা খেলার চেষ্টা করবো। আমরা এখন পর্যন্ত যেভাবে খেলেছি সেভাবে খেলতে পারলে আশা করি শিরোপা জিততে পারবো।”
নবম আসরের শিরোপা জিতলে বিপিএলের সবচেয়ে সফলতম দলের তকমা পাবে কুমিল্লা। ঢাকা ফ্র্যাঞ্চাইজিকে সরিয়ে সফল ফ্র্যাঞ্চাইজি হবে কুমিল্লা। গ্ল্যাডিয়টর্স এবং ডায়নামাইটস নামে তিনবার শিরোপা জিতেছে ঢাকার ফ্র্যাঞ্চাইজিটি।
স্পোর্টসমেইল২৪/আরএস