বিপিএলের সবচেয়ে সফল অধিনায়ক মাশরাফি মুর্তজা। তার কাছে যেন জাদুর কাঠি আছে। এ নিয়ে পাঁচবার ফাইনালে উঠলো তার দল। আগের চারবার ফাইনালে গিয়ে সব কবারই চ্যাম্পিয়ন হয়েছে মাশরাফির দল।
আবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ফাইনালের সাফল্যও দুর্দান্ত। তারাও শিরোপা নির্ধারণী ম্যাচে হারতে জানে না। এই দু’দলই বিপিএলের ফাইনালে মাঠে নামবে।
বুধবার মিরপুর শেরেবাংলা একাডেমি মাঠে দু’দলের সাফল্য নিয়ে প্রশ্নকরার পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক ইমরুল কায়েস বলেন, “এটা ভালো প্রশ্নকরেছেন। তারা খুবই ভালো ক্রিকেট খেলছে, আমরা ভালো ক্রিকেট খেলছি। কারণ আমরা প্রথম তিনটা ম্যাচ হারার পর যেভাবে কামব্যাক করেছি এটা অবশ্যই আমাদের খেলোয়াড়দের কৃতিত্বদিতে হবে।”
তিনি বলেন, “সবাই খুব পরিশ্রম করেছে এবং সবাই চেয়েছে যে আমরা ফাইনাল খেলবো। ফাইনালে আসতে পেরেছি। আশা করি আমরা একইভাবে এগোবো। শুধুফাইনাল না ভেবে আমরা একটা ম্যাচের মতো পরিকল্পনা করেই ম্যাচ খেলবো। ভালো ক্রিকেট খেলতে পারলে ভালো ফলই পাবো।”
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে ফাইনাল। এই ম্যাচে পরিকল্পনা নিয়ে ইমরুল বলেন, “অধিনায়ক হিসেবে আমি তো চাইবো যদি তাদেরকে ৫০ রানে অলআউট করতে পারি ভালো। যদি ব্যাটিং করির তাহলে দুইশর বেশি করতে চাইবো।”
তিনি বলেন, “ফাইনাল ম্যাচটি মাইন্ড গেম। হাইভোল্টেজ খেলাগুলো আসলে যে যত বেশি স্নায়ু নিয়ন্ত্রণ করতে পারবে, যে যত বেশি নিজেকে ঠান্ডা রাখতে পারবে তাদের দল তত বেশি ভালো করবে। দুইশো রান করেও জয়ের কোনো গ্যারান্টি নেই।”
কুমিল্লা বিপিএলের প্রথম তিনটি ম্যাচ হারের পর টানা দশ জয় পেয়েছে। সিলেট অবশ্য শুরুতে টানা জয়ের পর সবমিলে তারা চারটি ম্যাচ হেরেছে।
স্পোর্টসমেইল২৪/জেএম