জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্দা নামবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) ফাইনালিস্ট দুই দলের মধ্যকার লড়াইয়ের আগে স্টেডিয়ামে দর্শকদের বিনোদন দিবেন জনপ্রিয় ব্যান্ড তারকা জেমস; থাকবে নামকরা আরও কয়েকটি ব্যান্ড দল। ফাইনালের টিকিট দিয়েই মাঠে প্রবেশ করা দর্শকরা কনসার্ট উপভোগ করতে পারবেন।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিপিএল) পক্ষ থেকে ফাইনাল ম্যাচের টিকিটের মূল্য জানিয়ে দেওয়া হয়েছে। তবে কনসার্টের জন্য টিকিটে আলাদা করে বাড়তি মূল্য সংযোজন করা হয়নি।
বিসিবির সিনিয়র মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম স্পোর্টসমেইল২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেছেন। জানান, ফাইনাল ম্যাচ এবং কনসার্ট একই টিকিটে উপভোগ করা যাবে।
বিপিএল ফাইনাল ম্যাচে জন্য গ্র্যান্ড স্ট্যান্ডে টিকিটের মূল্য ধরা হয়েছে ২০০০ টাকা, ভিআইপি স্ট্যান্ডের ১৫০০ টাকা, ক্লাব হাউস ৮০০ টাকা, উত্তর/দক্ষিণ স্ট্যান্ড ৪০০ টাকা এবং ইস্টার্ন স্ট্যান্ড ৩০০ টাকা মূল্য নির্ধারণ করা হয়েছে।
বিপিএল ফাইনালের টিকিট যথারীতি শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম এবং মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ১ গেটে গেটের পাশে টিকেট বুথে বিক্রি করা হবে।
ফাইনাল ম্যাচের আগের দিন, অর্থাৎ, বুধবার (১৫ ফেব্রুয়ারি) এবং ম্যাচের দিন বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) কাউন্টারগুলোতে টিকিট পাওয়া যাবে। টিকিট কাউন্টার/বুথ সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত খোলা থাকবে।
স্পোর্টসমেইল২৪/আরএস