বিসিবি আচরণবিধি লঙ্ঘনের দায়ে খুলনা টাইগার্সের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন, রংপুর রাইডার্সের শেখ মাহেদী হাসান ও নিকোলাস পুরান এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মোসাদ্দেক হোসেনকে জরিমানা করা হয়েছে। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান আসরে বোর্ডের (বিসিবি) আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাদেরকে জরিমানার পাশাপাশি শাস্তি দেওয়া হয়েছে।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিসিবির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
বিপিএলের ম্যাচ চলাকালীন বিসিবি আচরণবিধির লেভেল ১ (অনুচ্ছেদ ২.২০; খেলার চেতনার পরিপন্থী আচরণ) লঙ্ঘনের জন্য খালেদ মাহমুদ সুজনকে ম্যাচ ফি’র ৩০ শতাংশ জরিমানা এবং শাস্তিমূলক রেকর্ড হিসেবে নামের পাশে দুটি (০২) ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
রোববার (১২ ফেব্রুয়ারি) এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের বিরুদ্ধে খেলার সময় মাহেদীকে আর্টিকেল ২.২ এর লঙ্ঘনের (লেভেল ১: ক্রিকেট সরঞ্জামের অপব্যবহার) দায়ে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা এবং শাস্তিমূলক রেকর্ডে একটি (০১) ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
এছাড়া, একই ম্যাচে বিসিবির পোশাক বিধিমালা (লেভেল ১, আর্টিকেল ২.২২) লঙ্ঘন করায় পুরানকে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং নামের পাশে দুটি (০২) ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
একই দিন দ্বিতীয় ম্যাচে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে লোগো নির্দেশিকা (লেভেল ১, আর্টিকেল ২.২২) লঙ্ঘনের জন্য মোসাদ্দেক হোসেনকে ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা এবং শাস্তিমূলক রেকর্ডে একটি (০১) ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
সকলের বিরুদ্ধেই আম্পায়ারদের আনীত অভিযোগ স্বীকার করে নেওয়ায় আর কোন শুনানির প্রয়োজন হয়নি।
স্পোর্টসমেইল২৪/আরএস