বিপিএলে সাকিবের ‘সেঞ্চুরি’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:০৫ পিএম, ১২ ফেব্রুয়ারি ২০২৩
বিপিএলে সাকিবের ‘সেঞ্চুরি’

সপ্তম ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শততম ম্যাচ খেলার রেকর্ড গড়লেন সাকিব আল হাসান। রোববার (১২ জানুয়ারি) বিপিএলের এলিমিনেটর ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন এবারের আসরে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব।

সাকিবের আগে বিপিএলে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম, এনামুল হক বিজয়, ইমরুল কায়েস, মাহমু্উল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ মিথুন। চলমান আসরেই শততম ম্যাচ খেলার নজির গড়েন তারা।

২০১২ সালে বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন সাকিব। ১শ ম্যাচের মধ্যে অধিনায়ক হিসেবেই ৮৬টি ম্যাচ খেলেছেন তিনি। যা বিপিএলের ইতিহাসে নেতৃত্বের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ।

খেলোয়াড় হিসেবে এখন পর্যন্ত বিপিএলের ১০০ ম্যাচে ব্যাট হাতে ২১৪২ রান ও বল হাতে ১৩১ উইকেট নিয়েছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের মালিকও তিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

সাকিবও জানালেন, মাঠের খেলা ভালো হচ্ছে

সাকিবও জানালেন, মাঠের খেলা ভালো হচ্ছে

বিপিএলের মাঝেই পবিত্র ওমরা পালনে সৌদি আরবে সাকিব

বিপিএলের মাঝেই পবিত্র ওমরা পালনে সৌদি আরবে সাকিব

হাথুরুসিংহে ফিরলেন, কি ভাবছেন সাকিব!

হাথুরুসিংহে ফিরলেন, কি ভাবছেন সাকিব!

কেন্দ্রীয় চুক্তির তিন ফরম্যাটে চারজন, মাহমুদউল্লাহ শুধু ওয়ানডেতে

কেন্দ্রীয় চুক্তির তিন ফরম্যাটে চারজন, মাহমুদউল্লাহ শুধু ওয়ানডেতে