প্লে-অফ নিশ্চিত করার পরও দু'দলের জন্য শেষ ম্যাচটি মহাগুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছিল।একটি জয়ই ফাইনালে ওটার পথে বাড়তি সুযোগ করে দেবে। সেই সুযোগ নিতে দু'দলই ছিল মরিয়া। আন্তর্জাতিক মাতৃভাষার মাসে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) দিনটিতে আলাদাভাবে পালন করেছে। শুত্রবার গ্যালারিও ছিল পরিপূর্ণ।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শুক্রবার ম্যাচের জন্য দারুন পরিবেশটা জমিয়ে তুলতে পারলো না রংপুর রাইডার্স। গ্রুপ পর্বের শেষ ম্যাচটি দাপুটে পারফরম্যান্সে রংপুরকে ৭০ রানে হারিয়ে দ্বিতীয় দল হিসাবে প্রথম কোয়ালিফায়ারে খেলা নিশ্চিত করলো কুমিল্লা। প্রথমে ব্যাট করে কুমিল্লা পাঁচ উইকেটে ১৭৭ রান করে। জবাবে ১৭ ওভারে ১০৭ রানে অলআউট হয় রংপুর।
টুর্নামেন্টে এ নিয়ে টানা নবম জয় পেল কুমিল্লা। তাদেরও পয়েন্ট সিলেট স্ট্রাইকার্সের সমান ১৮। অথচ কুমিল্লা টুর্নামেন্টের প্রথম তিন ম্যাচেে হেরে বসে। একবার ছন্দ পেয়ে আর তারা থামছেই না। আগামীকাল প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ও সিলেট মুখোমুখি হবে।
একইদিনে এলিমিনেটর পর্বে ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে রংপুর। হারলেই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে তারা।
প্রথমে ব্যাট করতে নেমে মোহাম্মদ রিজওয়ান ও লিট দাস শুরুটা করেছিল দারুন। কিন্তু কেউই ইনিংসটা খুব বেশি লম্বা করতে পারেননি। রিজওয়ান ২১ বলে ২৪ রান করেন। লিটন আউট হন ৪৭ করে।
তার ৩৩ বলের ইনিংসে ছিল তিনটি করে চার ও ছক্কা। সুনীল নারিন ও ইমরুল কায়েসও উইকেটে থিতু হতে পারেননি।তবে পঞ্চম উইমেকটে ৭২ রানের জুটি গড়ে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যান জাকির আলী (৩৪) ও খুশদিল শাহ (৪০*)।দুটি উইকেট নেন আজমাতুল্লা ওমরজাই। রাকিবুল হাসান ১৮ রানে নেন এক উইকেট।
জবাবে দু'একজন কয়েকটা ভালো শট দেখালেও ম্যাচ জয়ের মতো অবস্থা তৈরি করতে পারেননি কেউই। রহমানউল্লাহ গুরবাজ করেন সর্বোচ্চ ২৯ রান। দ্বিতীয় সর্বোচ্চ ১৬* রান করেন রাকিবু হাসান। ১৮ রানে তিন উইকেট নেন মোস্তাফিজুর রহমান।
এছাড়া দুটি করে উইকেট নেন তানভির ইসলাম ও সুনীল নারিন। ন্দ্রে রাসেল নেন একটি উইকেট।
স্পোর্টসমেইল২৪/জেএম