ইনজুরির কারণে আগের ম্যাচে খেলতে পারেননি সিলেটের দলনেতা ও জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। শঙ্কা ছিলো মাশরাফির মাঠে ফেরা আরও দীর্ঘায়িত হতে পারে। তবে সকল শঙ্কা কাটিয়ে মাঠে ফিরলেন মাশরাফি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান নবম আসরে শিরোপা অর্জনের অন্যতম দাবীদার সিলেট স্ট্রাইকার্স। মাশরাফির নেতৃত্বে আসরের শুরু থেকেই দুর্দান্ত খেলা দলটি ইতিমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে।
শুধু প্লে-অফ নয়, পয়েন্ট টেবিলেও শীর্ষস্থানে রয়েছে সিলেট। তবে সমান ম্যাচে সমান ১৬ পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে সিলেটের ঘাড়ে নিশ্বাস ফেলছে ইমরুল কায়েসের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ফলে শীর্ষস্থান ধরে রাখতে কোন কিছুর কমতি রাখছে না সিলেট ফ্র্যাঞ্চািইজি।
বুধবার (৮ জানুয়ারি) লিগ পর্বের শেষ ম্যাচ খেলখে খুলনা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে সিলেট। এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি। পয়েন্ট টেবিলের তলানিতে থাকা খুলনার বিপক্ষে জয় তুলে শীর্ষস্থান আরও মজবুুত করার লক্ষ্য সিলেটে। অন্যথায় কুমিল্লার কাছে শীর্ষস্থান হারানোর শঙ্কা রয়েছে।
ইনজুরির কারণে গত ম্যাচে মাশরাফি খেলতে না পারায় দলের নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম। ওই ম্যাচে টানা অষ্টম জয় তুলে বিপিএলে টানা জয়ের রেকর্ড গড়েছে কুমিল্লা।
এদিকে, ইনজুরির শঙ্কা কাটিয়ে মাশরাফি মাঠে ফিরলেও খুলনা তাদের সেরা ক্রিকেটার তামিম ইকবালকে পাচ্ছে না। ইনজুরির শঙ্কা থাকায় জাতীয় কথা বিবেচনায় শেষ দুই ম্যাচে তামিমকে বিশ্রাম দিয়েছে খুলনা টাইগার্স।