দারুণভাবে নেতৃত্ব দিয়ে সিলেট স্ট্রাইকার্সকে প্লে-অফে নিয়ে গেছেন মাশরাফি বিন মর্তুজা। তবে পুরোনো শত্রু ইনজুরি তাকে আবারও থামিয়ে দিলো। কুঁচকির ইনজুরির কারণে চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরের ম্যাচেও খেলতে পারবেন না সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক দলনেতা মাশরাফি।
জানা গেছে, পুরোপুরি সুস্থ হওয়ার জন্য মাশরাফিকে সব ধরনের ক্রিকেট থেকে এক সপ্তাহের মতো বিশ্রামে থাকা লাগতে পারে। তবে পরের ম্যাচে তিনি খেলতে পারবেন না এ নিশ্চিত।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খুলনা টাইগারদের বিপক্ষে খেলার সময় চোট পেয়েছিলেন মাশরাফি। সর্বশেষ শনিবার (৪ জানুয়ারি) মিরপুরে রংপুরের বিপক্ষে হেরে যাওয়া ম্যাচে তিনি খেলেননি। মাশরাফির পরিবর্তে ম্যাচটিতে নেতৃত্ব দিয়েছেন মুশফিকুর রহিম।
চলমান আসরে পয়েন্ট টেবিলে সবার উপরে রয়েছে মাশরাফির সিলেট স্ট্রাইকার্স। ১১ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট অর্জন করেছে তার দল। লিগ পর্বে আর একটি ম্যাচ বাকি রয়েছে এবারের আসরে শিরোপা প্রত্যাশী দল সিলেট।
স্পোর্টসমেইল২৪/আরএস