বিরল অপরাধের শাস্তি পেলেন মিজানুর ও হামজা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪৮ এএম, ০১ ফেব্রুয়ারি ২০২৩
বিরল অপরাধের শাস্তি পেলেন মিজানুর ও হামজা

অদ্ভূত এক শাস্তি পেলেন ঢাকা ডমিনেটর্সের দুই ক্রিকেটার মিজানুর রহমান ও আমির হামজা। সাধারণ চোখে কোনো অন্যয় না করেও অপারাধী তারা। ভুলক্রমে শুধু অন্য জার্সি পরায় এই শাস্তি পেয়েছেন দুই ক্রিকেটার।

এতোদিন মাঠে কিংবা মাঠের বাইরে বাজে ব্যবাহারের কারণে শাস্তি পেয়ে আসছেন ক্রিকেটাররা। কিন্তু মিজানুর ও হামজা যেভাবে শাস্তি পেলেন সেটা ইতিহাসে বিরল।

ঘটনাটি বিপিএলে সোমবার রংপুর রাইডার্সের বিপক্ষে ম্যাচে। এই দুই ক্রিকেটার সেদিন একই রংয়ের ভুল জার্সি পড়েছিলেন। এজন্য তাদের ম্যাচ ফি'র ২৫ শতাংশ কেটে রাখা হয়েছে। পাশাপাশি দুজনকেই দেওয়া হয়েছে একটি করে ডিমেরিট পয়েন্ট।

ভুলটা হয়েছে জার্সিতে নাম ও নাম্বার না থাকা। ম্যাচে নাম-নম্বরবিহীন জার্সি পরে খেলতে নেমে যান ডানহাতি ওপেনার মিজানুর। হামজা তার নিজের নাম লেখা জার্সি পরলেও বুকে ছিল না পৃষ্ঠপোষক কোম্পানির লোগো। যা অন্যদের জার্সিতে স্পষ্ট ছিল।

এতে বিসিবির আচরণবিধির ২.২ ধারা ভঙ্গ হয়েছে। এটিকে লেভেল-১ অপরাধ হিসেবে গণ্য করেছে বিসিবি।

মাঠের দুই আম্পায়ার ও টিভি আম্পায়ারের অভিযোগের ভিত্তিতে শাস্তির ঘোষণা দেন ম্যাচ রেফারি সেলিম শাহেদ। দু'জনেই ভুল স্বীকার করে নেন। এদিকে এই ম্যাচেও হেরে যায় ঢাকা।

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

পাহাড় সমান রান তাড়া করে জিতলো কুমিল্লা

পাহাড় সমান রান তাড়া করে জিতলো কুমিল্লা

বরিশালকে হারিয়ে দিল ঢাকা

বরিশালকে হারিয়ে দিল ঢাকা

সবার আগে শেষ চারে সিলেট

সবার আগে শেষ চারে সিলেট

নাটকের অবসান, হাথুরুসিংহেই টাইগারদের কোচ

নাটকের অবসান, হাথুরুসিংহেই টাইগারদের কোচ