সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মধ্যে ম্যাচে আচরণবিধির লেভেল ১ (ওয়ান) লঙ্ঘনের অপরাধে সিলেট স্ট্রাইকার্সের ব্যাটার নাজমুল হোসেন শান্তকে অফিসিয়ালভাবে তিরস্কার করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই সাথে শাস্তি হিসেবে তার নামের পাশে একটি (০১) ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।
রোববার (২৯ জানুয়ারি) বিসিবির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়, নাজমুল হোসেন শান্ত বিসিবি কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.২ লঙ্ঘন করেছেন। যা ম্যাচ চলাকালীন ক্রিকেট সরঞ্জামের অপব্যবহারকে বোঝানো হয়।
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৮তম ম্যাচে শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল সিলেট স্ট্রাইকার্স এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রামের ছুঁড়ে দেওয়া ১৭৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাট হাতে দুর্দান্ত একটি ইনিংস খেলেন শান্ত।
ব্যাট হাতে ওপেনিংয়ে নেমে ৪৪ বলে ৬০ রানের একটি নান্দনিক ইনিংস খেলেন তিনি। তার এ ইনিংসে ৬টি চার ও ২টি ছক্কার মার ছিল। তবে আউট হয়ে মেজাজ হারান শান্ত।
সাজঘরে ফেরার সময় বাউন্ডারি পার হওয়ার পর হাতে থাকা হেলমেট মাটিতে ছুড়ে মারেন। যা বিসিবির আচরণবিধির লেভেল ১ লঙ্ঘন। বিসিবি কোড অব কন্ডাক্টের আর্টিকেল ২.২ লঙ্ঘনের জন্য তাকে শাস্তি দেওয়া হয়য় একই সাথে শাস্তিমূলক রেকর্ড হিসেবে নামের পাশে একটি (০১) ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়।
শান্ত নিজের অপরাধ স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিকভাবে কোনো শুনানির প্রয়োজন হয়নি।
স্পোর্টসমেইল২৪/আরএস