বিপিএলে শততম ম্যাচের মাইলফলকে মাশরাফি

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৩১ পিএম, ২৮ জানুয়ারি ২০২৩
বিপিএলে শততম ম্যাচের মাইলফলকে মাশরাফি

চতুর্থ ক্রিকেটার হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) শততম ম্যাচ খেলার কীর্তি গড়লেন মাশরাফি বিন মর্তুজা। শনিবার (২৮ জানুয়ারি) সিলেটে বিপিএলের ২৮তম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি।

মাশরাফির আগে এ মাইলফলক স্পর্শ করেছেন উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম, এনামুল হক বিজয় এবং ইমরুল কায়েস। চলমান আসরেই শততম ম্যাচ খেলার নজির গড়েন তারা।

২০১২ সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই খেলছেন মাশরাফি। ১শ ম্যাচের মধ্যে অধিনায়ক হিসেবেই ৯৫টি ম্যাচ খেলেছেন তিনি। যা বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ। অধিনায়ক হিসেবে ৬১টি ম্যাচে জয় ও ৩৪টিতে হারের স্বাদ পেয়েছেন ম্যাশ।

অধিনায়ক হিসেবে চারবার চ্যাম্পিয়নও হয়েছেন মাশরাফি। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে পরপর দুই মৌসুম ও পরবর্তীতে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রংপুর রাইডার্সের জার্সিতে শিরোপার স্বাদ পান দেশসেরা অধিনায়ক মাশরাফি।

খেলোয়াড় হিসেবে এখন পর্যন্ত বিপিএলের ১০০ ম্যাচে ৯৭ উইকেট ও ৫৩৯ রান করেছেন মাশরাফি। নিজের শতমত ম্যাচেও জয় দিয়ে রাঙিয়েছেন তিনি। চট্টগ্রামকে হারিয়ে দিয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠেছে মাশরাফির সিলেট।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি

আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মাশরাফি

ক্যারিয়ারের শেষ দেখছেন আশরাফুল, মাশরাফিকে চান জাতীয় দলে

ক্যারিয়ারের শেষ দেখছেন আশরাফুল, মাশরাফিকে চান জাতীয় দলে

‍‌‘সমালোচনার মধ্যেও খেলার মাঠ ঠিক আছে'

‍‌‘সমালোচনার মধ্যেও খেলার মাঠ ঠিক আছে'

সিলেটে একজন জাদুর কাঠি ‘মাশরাফি’

সিলেটে একজন জাদুর কাঠি ‘মাশরাফি’