বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চলমান আসরে জয়ের ধারা অব্যাহত রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টুর্নামেন্টের ২৭তম ম্যাচে খুলনা টাইগার্সকে ৪ রানে হারিয়ে দিয়েছে তারা। এ জয়ে ৮ খেলায় ৫ জয় ও ৩ হারে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে কুমিল্লা। আর ৭ ম্যাচে ২ জয় ও ৫ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে রয়েছে খুলনা।
শনিবার (২৮ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে বোলিং করতে নামে খুলনা। ব্যাট করতে নেমে ২০ ওভারে ২ উইকেটে ১৬৫ রান করে কুমিল্লা।
লিটন দাস ৫০, পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান অপরাজিত ৫৪ ও ওয়েস্ট ইন্ডিজের জনসন চার্লস ৩৯ রান করেন। খুলনার ওয়াহাব রিয়াজ-নাহিদুল ইসলাম ১টি করে উইকেট নেন।
জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ১৬১ রান করে ম্যাচ হারে খুলনা। দলের পক্ষে আয়ারল্যান্ডের এন্ডি বলব্রিনি ৩৮, ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ৩৩ ও অধিনায়ক ইয়াসির আলি অনবদ্য ৩০ রান করেন।
কুমিল্লার নাসিম শাহ ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন মোহাম্মদ রিজওয়ান।
কুমিল্লা তৃতীয় স্থানে উঠলেও সমান সংখ্যক ম্যাচ খেলে প্রথম এবং দ্বিতীয় স্থানে রয়েছে যথাক্রমে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল এবং মাশরাফির নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স।
দুই দলই সমান ৮ ম্যাচ করে খেলে সমান ১২ পয়েন্ট করে অর্জন করলেও রান রেটে এগিয়ে রয়েছে বরিশাল।
স্পোর্টসমেইল২৪/আরএস