বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে পঞ্চম উইকেট জুটিতে নতুন রেকর্ড গড়েছে বাংলাদেশের সাকিব আল হাসান ও পাকিস্তানের ইফতেখার আহমেদ। বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) চট্টগ্রামে এ রেকর্ড গড়েন তারা।
নবম বিপিএলের ১৮তম ম্যাচে রংপুর রাইডার্সের বিপক্ষে পঞ্চম উইকেটে ৮৬ বলে অবিচ্ছিন্ন ১৯২ রান যোগ করেন সাকিব-ইফতেখার। যা বিপিএলে পঞ্চম উইকেট জুটিতে নতুন রেকর্ড।
এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন বাংলাদেশের মেহেদি হাসান মিরাজ ও ওয়েস্ট ইন্ডিজের চাঁদউইক ওয়ালটন। ২০২২ সালে মিরপুরে খুলনা টাইগার্সের বিপক্ষে পঞ্চম উইকেটে মিরাজ-ওয়ালটনের ১১৫ রান করেছিলেন তারা, যা ছিল এতদিন সর্বোচ্চ।
বিপিএলে নতুন রেকর্ড গড়ার ম্যাচে শেষ পর্যন্ত ব্যাট হাতে সাকিব আল হাসান ৮৯ রানে এবং ইফতেখার আহমেদ ১০০ রানে অপরাজিত ছিলেন। ব্যাট হাতে ৪৩ বলে ৯টি চার ও ৬টি ছক্কা হাঁকান সাকিব। এছাড়া ৪৫ বল খেলা ইফতেখারের ব্যাট থেকে আসে ৬টি চার এবং ৯টি ছক্কার মার।
ম্যাচটিতে রংপুর রাইডার্সের বিপক্ষে ৬৭ রানের ব্যবধানে জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বাধীন ফরচুন বরিশাল দল। প্রথম দিকে হারের স্বাদ পাওয়া দলটি বিপিএল টানা চার জয় তুলে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে বরিশাল।
স্পোর্টসমেইল২৪/আরএস