চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ভালো অবস্থানে নেই বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। নিজেদের দুই ম্যাচের দুটিতেই হেরে পয়েন্ট টেবিলের তলানিতে রয়েছে দলটি। এ অবস্থায় ব্যাটিংয়ে শক্তি বাড়াতে পাকিস্তান থেকে মোহাম্মদ রিজওয়ানকে উড়িয়ে আনলো কুমিল্লা।
শনিবার (১৪ জানুয়ারি) সকালে পাকিস্তান থেকে ঢাকায় পা রাখেন মোহাম্মদ রিজওয়ান। এরপর ঢাকা থেকে হেলিকপ্টার দিয়ে সরাসরি চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কাছে বিকেএসপির মাঠে নামেন তিনি। ম্যাচ শুরুর আধা ঘণ্টা আগে চট্টগ্রামের পৌঁছান তিনি।
ফরচুন বরিশালের বিপক্ষে পাকিস্তানি এ উইকেটরক্ষক-ব্যাটারকে আগে থেকেই একাদশে রেখেছিল কুমিল্লা। তলানিতে থাকা দলটি রিজওয়ানকে খেলাতে মরিয়া ছিল। কারণ, বরিশালের বিপক্ষে জয় ছাড়া বিকল্প কিছু ভাবছে না কুমিল্লা।
কুমিল্লার হয়ে খেলা দুই আফগান মোহাম্মদ নবী ও ফজলহক ফারুকি ছাড়াও ইংলিশ ডেভিড মালান দুই ম্যাচ খেলে চলে গেছেন আরব আমিরাতের টি-টোয়েন্টি লিগে। ফলে দলের জয়ে বড় তারকার অভাব বোধ করছিল তারা।
রিজওয়ানের আগে কুমিল্লার হয়ে খেলতে পাকিস্তানের পেসার হাসান আলি এবং ওয়েস্ট ইন্ডিজের চ্যাডউইক ওয়ালটন ইতিমধ্যে দলে যোগ দিয়েছেন।
স্পোর্টসমেইল২৪/আরএস