বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটে ২১তম বোলার হিসেবে ৫০ উইকেট পূর্ণ করলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। বিপিএলের এবারের আসরের নবম ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফরচুন বরিশালের বিপক্ষে ৪ ওভারে ৩৭ রানে ১ উইকেট নেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলতে নামা তাইজুল।
শুক্রবার (১৩ জানুয়ারি) ফরচুন বরিশালের এ উইকেট শিকারের মাধ্যমে বিপিএলে ৫০ উইকেট পূর্ণ করেন তাইজুল। বিপিএলে ৬৭ ম্যাচের ৬৫ ইনিংসে ১৮৯ দশমিক ৫ ওভার বল করে ১৩৯৯ রান দিয়ে ৫০ উইকেট নিয়েছেন তাইজুল।
বল হাতে তাইজুলের সেরা বোলিং ফিগার ১০ রানে ৩ উইকেট। ইকোনমি রেট ৭ দশমিক ৩৬।
বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারের মালিক সাকিব আল হাসান। ৯০ ম্যাচের ৯০ ইনিংসে ৩৩৬ ওভারে ২২০০ রান খরচায় ১২৪ উইকেট নিয়েছেন তিনি।
বিপিএলের ইতিহাসে ১শ বা তার বেশি উইকেট শিকারী একমাত্র বোলার সাকিব। ৯৬ উইকেট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছেন পেসার রুবেল হোসেন।
স্পোর্টসমেইল২৪/আরএস