কুমিল্লা ভিক্টোরিয়ান্স বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বর্তমান চ্যাম্পিয়ন। এবারও তাদের নামের ভার বেশ। তবে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথম দুই ম্যাচই তারা হেরেছে। এবার আরও বিপদে পড়তে যাচ্ছে। চুক্তি অনুয়ায়ী তাদের তিন ক্রিকেটার ডেভিড মালান, মোহাম্মদ নবী ও ফজল হক ফারুকি দুই ম্যাচ খেলেই চলে গেছেন।
এবার তারা খেলবেন সংযুক্ত আরব আমিরাতে আইএল টি ২০ লিগ। এছাড়া রংপুর রাইডার্সে খেলা সিকান্দার রাজা ও বেনি হাওয়েলও একই লিগে খেলতে দল ছেড়েছেন।
১৩ জানুয়ারী শুরু হবে আইএল টি ২০ লিগ। প্রায় এক মাসের এই টুর্নামেন্টের ফাইনাল ১২ ফেব্রুয়ারী। বিপিএলের ফাইনাল ১৬ জানুয়ারী। তবে কুমিল্লা ও রংপুর যদি ফাইনালে উঠতে পারে তাহলে এই পাঁচ ক্রিকেটারের দু'একজনের আবার ফেরার সম্ভাবনা রয়েছে। যদিও দুটি ম্যাচে এই পাঁচ ক্রিকেটার চমক দেওয়া কোনো পারফরম্যান্স দেখাতে পারেননি।
এদিকে বিপিএল এখন চট্টগ্রামে। মিরপুর পর্বে চারদিনে আট ম্যাচ খেলা হয়েছে। কুমিল্লা ও রংপুর দুটি করে ম্যাচ খেলেছে। রংপুর একটি জয় পেলেও জয়শুন্য কুমিল্লা রয়েছে পয়েন্ট টেবিলের তলানীতে।
চট্টগ্রাম পর্ব দিয়ে তারাও ঘুরে দাঁড়াতে চায়। মালান-নবীদের পরিবর্তে পাকিস্তানি পেসার হাসান আলী ও ক্যারিবীয় ব্যাটার চ্যাডউইক ওয়াল্টন দলে যোগ দেবেন বলে জানিয়েছে কুমিল্লা।
বিপিএলের সময়ে সারাবিশ্বে আরও তিনটি টুর্নামেন্ট হচ্ছে। অস্ট্রেলিয়া বিগ ব্যাশ, দুবাইয়ে আইএল টি ২০ লিগ, দক্ষিণ আফ্রিকা লিগ। এ কারণে এবার বিপিএলে তারকা খেলোয়াড়রে সংখ্যাও কম।
স্পোর্টসমেইল২৪/জেএম