সিলেটে একজন জাদুর কাঠি ‘মাশরাফি’

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১২ পিএম, ১০ জানুয়ারি ২০২৩
সিলেটে একজন জাদুর কাঠি ‘মাশরাফি’

বাংলাদেশের ক্রিকেটে একজন জাদুর কাঠির নাম যেন ‘মাশরাফি মুর্তজা’। তার ছোঁয়াতে যেন সবই বদলে যায়। যেমন বদলে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স। সাধারণ একটি দলও হয়ে যাচ্ছে অসাধারণ।

বিপিএলের এবার মিরপুর পর্বের চারদিনই ম্যাচ ছিল সিলেটের। চট্টগ্রামে আবার তাদের ম্যাচ কম। বিপিএলের শুরুর অনেক আগে থেকেই নিজেদের গুছিয়ে নিয়েছিল সিলেট। দলের মধ্যে দারুন বোঝাপড়া ও স্বাধীনতা পাচ্ছেন সবাই। তাতেই কি বদলে যাচ্ছে?

টানা তিন ম্যাচে জয়ের পর মঙ্গলবার চতুর্থ ম্যাচে এবারের আসরে প্রথমবার দুইশো ছাড়ানো স্কোর করলো তার দল। তৌহিদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে ঢাকা ডমিনেটর্সের বিপক্ষে আট উইকেটে ২০১ রান করে সিলেট।

অবিশ্বাস্য পারফরম্যান্স করছেন তৌহিদ হৃদয়। যুব বিশ্বকাপ জয়ী দলের এই ব্যাটার নিজেকে চেনাচ্ছেন নতুন করে। সাধারণত তিনি মিডল অর্ডারে ব্যাটিং করেন। কিন্তু বিপিএলে তিনি ব্যাটিং করবেন ওয়ানডাউনে। তাতেই তিন ম্যাচে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে তিনটিতেই হাফ সেঞ্চুরি। ৫৫, ৫৬’র পর এদিন করলেন ৪৬ বলে ৮৪।

নাজমুল হোসেন শান্তও ধারাবাহিক রান করছেন। জাকির হাসান প্রতি ম্যাচেই ভালো শুরু করছেন। তরুনদের কাছ থেকে কিভাবে ভালোটা বের করতে হয় সেটা ভালোই জানা অধিনায়কের। ৩৯ বছর বয়সে নিজেও নিয়মিত পারফর্ম করে চলেছেন। ঢাকার বিপক্ষে প্রথমে তিন ওভার বোলিং করে মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন দুটি উইকেট।

তাহলে এতোদিনে সিলেটের শিরোপা জিততে না পারার যে হতাশা ছিল সেটাই কি পূরন হওয়ার পথেই হাটছে তারা?

স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

কুমিল্লাকে হারিয়ে মাশরাফির সিলেট স্ট্রাকার্সের হ্যাটট্রিক জয়

কুমিল্লাকে হারিয়ে মাশরাফির সিলেট স্ট্রাকার্সের হ্যাটট্রিক জয়

মাশরাফির কাছে সাকিবের হার

মাশরাফির কাছে সাকিবের হার

দাপুটে জয়ে বিপিএল শুরু করলো মাশরাফির সিলেট

দাপুটে জয়ে বিপিএল শুরু করলো মাশরাফির সিলেট

বিপিএলে ধারাভাষ্য দেবেন অ্যামব্রোস

বিপিএলে ধারাভাষ্য দেবেন অ্যামব্রোস