আত্মবিশ্বাসী জাকেরের ব্যাট হাসছেই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:৪৬ পিএম, ০৯ জানুয়ারি ২০২৩
আত্মবিশ্বাসী জাকেরের ব্যাট হাসছেই

প্রথম ম্যাচে ১৯ করেছিলেন। পরের ম্যাচে সোমবার সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের জাকের আলী করলেন ৫৭*। ঘরোয়া ক্রিকেটে অন্য টুর্নামেন্টে দারুন একটি মৌসুম কাটানোর পর বিপিএলের দুর্দান্ত ২৪ বছর বয়সী এই তরুন ব্যাটার। ধারাবাহিক পারফরম্যান্সে এই ব্যাটারের আত্মবিশ্বাস এখন অনেক উপরে।

দারুন একটি ইনিংসের পরও তার কুমিল্লাহ ভিক্টোরিয়ান্স হেরেছে পাঁচ উইকেটে। সিলেটের কাছে হারের পর মন খারাপ তার। তবে ব্যাটিং নিয়ে জাকের বলেন, “প্রথম শ্রেণির ক্রিকেটে রানে ছিলাম। সবচেয়ে ভালো কথা আমি খেলার মধ্যে ছিলাম। ‘এ’ দলের খেলা ছিল। তারপর বাংলা টাইগার্সের ক্যাম্প ছিলাম। ওয়েস্ট ইন্ডিজ সফর করেছি।”

তিনি বলেন, “অনেকগুলো সফর করেছি। আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে গেছে। বিশেষ করে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত সিরিজ আমাকে খুব কাজে দিছে। এই সিরিজগুলোতে ভালো খেলায় প্রথম শ্রেণীর ম্যাচগুলোতে অনেক কাজে দিয়েছে।”

সর্বশেষ ১৪ ইনিংসে তার রয়েছে ছয়টি হাফ সেঞ্চুরি। এরমধ্যে দুটি সেঞ্চুরিও আছে। বিপিএল নিজেকে সামনে আনার বড় মঞ্চও।

জাকের বলেন, ‘আত্মবিশ্বাস আসলে নিজে থেকেই আসে। আমি দলে আসার পর সবাই আমাকে উৎসাহ দিচ্ছে যে, তুই অনেক ফর্মে আছিস। এমনকি প্রস্তুতি ম্যাচেও আমি ভালো খেলেছি। ইমরুল ভাইও বলছিল তুমি ব্যাটিংইয়ে গেলে এমনিতেই রান হবে। তোকে দেখলেই বুঝা যাচ্ছে। এই ছোট ছোট কথাগুলো একজন খেলোয়াড়কে অনেক এগিয়ে দেয়।”

তিনি বলেন, “প্রত্যেক কোচের সঙ্গেই আমার কাজ করার অভিজ্ঞতা হয়েছে। একেকজনের ধরণ একেকরকম। কোচ সালাউদ্দিন স্যার টুর্নামেন্টের আগে আমাকে নিয়ে কিছু কাজ করেছেন। আমি ওই প্রক্রিয়াটা মেনে চলার চেষ্টা করছি। কোনো কোচেরই অবদান অস্বীকার করার মতো সুযোগ নেই। আমার এখানে আসার পেছনে সবারই অবদান আছে।”
স্পোর্টসমেইল২৪/জেএম



শেয়ার করুন :


আরও পড়ুন

বদলে যাওয়া তৌহিদ ‘হৃদয়’ দিয়ে খেলছেন

বদলে যাওয়া তৌহিদ ‘হৃদয়’ দিয়ে খেলছেন

কুমিল্লাকে হারিয়ে মাশরাফির সিলেট স্ট্রাকার্সের হ্যাটট্রিক জয়

কুমিল্লাকে হারিয়ে মাশরাফির সিলেট স্ট্রাকার্সের হ্যাটট্রিক জয়

বাংলাদেশ নয়, রবিনের স্বপ্ন ইংল্যান্ডে ক্যারিয়ার গড়া

বাংলাদেশ নয়, রবিনের স্বপ্ন ইংল্যান্ডে ক্যারিয়ার গড়া

আবার মাঠে মেজাজ হারালেন সাকিব

আবার মাঠে মেজাজ হারালেন সাকিব