বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) তৃতীয় দিনের প্রথম ম্যাচ টস ভাগ্যে জয় পেয়েছে মাশরাফি বিন মোর্ত্তাজার সিলেট স্ট্রাইকার্স। টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধন্ত নিয়েছে সিলেট। ফলে প্রথমে ব্যাট করছে কুমিল্লা বিক্টোরিয়ান্স।
বিপিএলের চলমান নবম আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে দারুণ জয়ের স্বাদ পেয়েছে মাশরাফি-মুশফিকের সিলেট। এবার তাদের লক্ষ্য
হ্যাটট্টিক জয়।
অন্যদিকে, সিলেটকে হারিয়ে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স চলমান আসরে প্রথম জয় পেতে চায়। কারণ, হার দিয়ে আসর শুরু করেছে কুমিল্লা।
বোলারদের হাত ধরে নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়ে আসর শুরু করে সিলেট। এরপর দ্বিতীয় ম্যাচে সাকিব-মাহমুদউল্লাহদের দল ফরচুন বরিশালের বিপক্ষে ১৯৫ রানের বিশাল টার্গেট তাড়া করে ৬ উইকেটে জয় তুলে নেয় সিলেট। টানা দুই জয়ে বিপিএলের পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে মাশরাফিরা।
অন্যদিকে, হার দিয়ে এবারের বিপিএল শুরু করতে হয়েছে বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লাকে। রংপুর রাইডার্সের কাছে ৩৪ রানে ম্যাচ হারে তারা। প্রথমে ব্যাট করে রনি তালুকদারের ব্যাটিং ঝড়ে ৫ উইকেটে ১৭৬ রানের বড় সংগ্রহ পায় রংপুর। জবাবে ব্যর্থ হয় কুমিল্লার ব্যাটাররা। ৫ বল বাকি থাকতে ১৪২ রানে গুটিয়ে যায় তারা।
সিলেট একাদশ
নাজমুল হোসেন শান্ত, তৌহিদ হৃদয়, জাকির হাসান, মোহাম্মদ হারিস, মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), আকবর আলি, থিসারা পেরেরা, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, রেজাউর রহমান রাজা।
কুমিল্লা একাদশ
সৈকত আলি, লিটন দাস, ডেভিড মালান, ইমরুল কায়েস (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ নাবি, জাকের আলি, খুশদিল শাহ, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, ফজলহক ফারুকি।
স্পোর্টসমেইল২৪/আরএস