বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সব সময়ই মানসম্মত ধারাভাষ্যকরের অভাব ছিল। এ নিয়ে অনেক সমালোচনাও হয়েছে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজে কিংবদ্বন্তি পেসার কার্টলি অ্যামব্রোস এবার বিপিএলে ধারাভাষ্য দেবেন। বাংলাদেশে এসেছেন তিনি।
তাকে দেখে অনেকেই ধারণা করা শুরু করেছিলেন, বাংলাদেশ দলের কোচ হতেও আসতে পারেন। ভুল ভাঙালেনে অ্যামব্রোস নিজেই। তিনি বলেন, “আমি এখানে ক্রিকেট খেলতে আসিনি। বিপিএলের ধারাভাষ্য দিতে এসিছি।" এবার তারকাহীন বিপিএলে অ্যামব্রোস নিশ্চই বড় তারকা।
ডানহাতি এই বিধ্বংসী পেসারের বয়স এখন ৫৯। খেলোয়াড় জীবনের ব্যাটারদের কাছে আতংকের নাম ছিলেন তিনি। ছয় ফুট সাত ইঞ্চির দীর্ঘদেহী এই বোলার ছিলেন অনেকের কাছেই আতংকের নাম। ধারাভাষ্যে অ্যামব্রোস এবারই প্রথম নন। গত বছর জুন-জুলাইয়ে বাংলাদেশের ওয়েষ্ট ইন্ডিজ সফরের সময়েও মাইক্রোফোনের সামনে ছিলেন তিনি।
ক্যারিবীয় এই পেসার বাংলাদেশে খেলেছেন মাত্র দুটি ওয়ানডে, ১৯৯৯ সালে। সর্বকালের সেরা পেসারদের মধ্যে অ্যামব্রোস উপরের দিকে থাকবেন নিশ্চিতভাবে। তার ক্যারিয়ারে ৯৮ টেস্ট খেলে নিয়েছেন ৪০৫ উইকেট। ১৭৬ ওয়ানডেতে উইকেট ২২৫টি। তার সময়ে টি ২০ ফরম্যাটের প্রবর্তন হয়নি।
স্পোর্টসমেইল২৪/জেএম