বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের নবম আসর খুলনা টাইগার্সকে নেতৃত্ব দিবেন ব্যাটার ইয়াসির আলি চৌধুরী। দলে তামিম ইকবাল, সাব্বির রহমানের মতো অভিজ্ঞ ক্রিকেটার থাকা সত্ত্বেও অধিনায়ক হিসেবে ইয়াসিরের নাম ঘোষণা করেছে খুলনা।
খুলনার ম্যানেজিং ডিরেক্টর ফিরোজা বেগম এক ভিডিও বার্তায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, “আগামীকাল (শুক্রবার) থেকে শুরু হচ্ছে এই মৌসুমের বিপিএল। এ উপলক্ষে আপনাদের জন্য আমি খুব স্পেশাল ঘোষণা করছি। আমাদের টিম ম্যানেজম্যান্ট, কোচ খালেদ মাহমুদ সুজন ও আইকন ক্রিকেটার তামিম ইকবাল সবার সঙ্গে কয়েকবার আলোচনার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি- এবার আমাদের দলের অধিনায়ক হবে ইয়াসির আলি চৌধুরী।”
খুলনার ম্যানেজিং ডিরেক্টর আরও বলেন, “আমরা বিশ্বাস করি, তরুণ প্রতিভার মাধ্যমে সবকিছুই সম্ভব। এ জন্য অধিনায়ক করা হয়েছে তাকে। নেতা হিসেবে গড়ে উঠার জন্য সকলেই একবার সুযোগ পাওয়া উচিত। এভাবে নিজেকে প্রস্তুত করতে পারবে ও বাংলাদেশ ক্রিকেট দল আরও একজন স্কিল অধিনায়ক পাবে।”
সব মিলিয়ে ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ইয়াসির। ৮টি হাফ-সেঞ্চুরিতে ১৪৭১ রান করেছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/আরএস