চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:০৮ পিএম, ০৫ জানুয়ারি ২০২৩
চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের অধিনায়ক শুভাগত হোম

ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্মার অলরাউন্ডার শুভাগত হোম। জাতীয় দলে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি। খুব বেশি সুযোগও হয়নি তার। তবে ঘরোয়া ক্রিকেটে তিনি দুর্দান্ত। বিশেষ করে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে, জাতীয় ক্রিকেট লিগ, বাংলাদেশ ক্রিকেট লিগে কিভাবে ভালো খেলতে হয় সেটা শুভাগতর ঠিক জানা।

বিপিএলেও শুভাগত নিয়মিত পারফর্ম করেন। এবার এই ডানহাতি অফ-স্পিনিং অলরাউন্ডারের উপরই আস্থা রাখতে চায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলটির অধিনায়ক করা হয়েছে শুভাগতকে।

বুধবার মিরপুর একাডেমি মাঠে অধিনায়কের নাম ঘোষনা করেন প্রধান কোচ জুলিয়ান উড। দলের সবাইকে তিনি অধিনায়কের প্রতি সংহতি জানাতে আহ্বান জানান।

কোচ বলেন, ‌“আমাদের দলকে নেতৃত্ব দিতে পারা শুভগতর জন্য হবে সম্মানের ব্যাপার। দলের সবাই শতভাগ দিয়েই খেলার চেষ্টা করবে। "

জুলিয়ান এরই মধ্যে টি ২০ কোচ হিসাবে নিজেকে পরিচিত করে ফেলেছেন। বিশেষ করে পাওয়ার হিটিং কোচ হিসাবে। তবে কোচ শুভগতকে পূর্ণ স্বাধীনতা দিয়ে দিয়েছেন। নিজের মতো করে দল পরিচালনার কথাও বলেছেন কোচ।

শুভাগরত উদ্দেশ্যে জুলিয়ান বলেন, ‌“চট্টগ্রাম এখন তোমার দল। কোচিং স্টাফে আমরা যারা আছি তারা তোমাদের আরও ভালো হয়ে উঠতে সহায়তা করবো। তবে এই দলের দায়িত্ব এখন তোমার (শুভাগত)। সামনে এগোনোর পলা। "

এদিকে প্রথম ভারতীয় ক্রিকেটার হিসাবে উন্মুক্ত চাঁদ খেলবেন চট্টগ্রামের হয়ে। দেশি ক্রিকেটারদের মধ্যে তাইজুল ইসলাম, মেহেদী হাসান রানা, মৃত্যুঞ্জয় চৌধুরী, আবু জায়েদ রাহি, ফরহাদ রেজা, জিয়াউর রহমান ও আফিফ হোসেনরা আছেন।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

সিলেটের ‘এক্স-ফ্যাক্টর’ মাশরাফি-মুশফিক

সিলেটের ‘এক্স-ফ্যাক্টর’ মাশরাফি-মুশফিক

অধরা ট্রফির খড়া কাটাতে কি বরিশালের

অধরা ট্রফির খড়া কাটাতে কি বরিশালের

বিপিএলে কুমিল্লার হয়ে খেলবেন মালান

বিপিএলে কুমিল্লার হয়ে খেলবেন মালান

বিপিএলের দায়িত্ব পেলে দুই মাসে সব ঠিক হবে : সাকিব

বিপিএলের দায়িত্ব পেলে দুই মাসে সব ঠিক হবে : সাকিব