পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আগামী আসর। আর বিপিএলের সময় বাংলাদেশের সফরে আসছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরী সোমবার নিশ্চিত করেছেন। খবর- প্রথম আলো।
বিপিএলের পরবর্তী আসর হওয়ার কথা চলতি বছরের অক্টোবর-নভেম্বরে। তবে এ সময়ে জাতীয় সংসদ নির্বাচনে দেশের রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত থাকতে পারে। সে কারণেই আগের অবস্থা থেকে সরে জানুয়ারিতে বিপিএল আয়োজনের চিন্তা করছে বিপিএল গভর্নিং কাউন্সিল। এছাড়া জিম্বাবুয়ে দলও অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে।
নিজাম উদ্দিন চৌধুরীর বরাত দিয়ে পত্রিকাটির অনলাইন ভার্সনে জানানো হয়, জিম্বাবুয়ের সাথে বিসিবির আলোচনা ফলপ্রসু হয়েছে। জিম্বাবুয়ে ক্রিকেট দল আগামী অক্টোবরেই বাংলাদেশে আসছে। এখন সফর সূচি চূড়ান্তের কাজ চলছে।
বাংলাদেশ সফরে জিম্বাবুয়ে দলের দুটি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা রয়েছে। এছাড়া জিম্বাবুয়ে সিরিজের পরই বাংলাদেশ সফরে আসার কথা আছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলেরও। ফলে ধরেই নেয়া যাচ্ছে বিপিএলের এবারের আসর বেশ পিছিয়েই যাচ্ছে।