দীর্ঘদিন পরে হলেও দীর্ঘ মেয়াদে (তিন আসর) বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) মালিকানা হস্তান্তর করতে যাচ্ছে বাংলাদেশ। তবে দেশের জনপ্রিয় এ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দল কিনতে আগ্রহ প্রকাশ করেনি গত সবগুলো অংশ নেওয়া ও তিনবারের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। শুধু তাই নয়, বেক্সিমকো গ্রুপের ঢাকা ডায়নামাইটস এবং জেমকন গ্রুপের খুলনা টাইটান্সও দল নিতে আগ্রহ দেখায়নি।
টানা তিন আসরের জন্য বিপিএল-এর দল বিক্রির বিষয়ে দরপত্র আহ্বান করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যার মেয়াদ শেষ হওয়া তারিখ ছিল ৩০ আগস্ট (মঙ্গলবার)। বিসিবির বেঁধে দেওয়া সময়ে মোট ৯টি প্রতিষ্ঠান বিপিএলে দল নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে এবংদরপত্র দাখিল করেছে।
বিসিবির সূত্রে জানা গেছে, পুরোনোদের মধ্যে আকতার গ্রুপ (চট্টগ্রাম চ্যালেঞ্জার্স), বসুন্ধরা গ্রুপ (রংপুর রাইডার্স), প্রগতি গ্রুপ (সিলেট সানরাইজার্স), ফরচুন গ্রুপ (বরিশাল) দল কিনতে আগ্রহ দেখিয়েছে।
এছাড়া সাকিব আল হাসানের মালিকাধীন ই-কমার্স প্রতিষ্ঠান মোনার্ক মার্ট এবং মাইন্ড ট্রি বিপিএলে দল কিনতে আগ্রহ প্রকাশ করেছে। তবে বিসিবি এখনই আনুষ্ঠানিকভাবে কিছুই বলছে না। বিপিএল গভর্নিং কাউন্সিল আগ্রহী প্রতিষ্ঠানগুলোর কাগজপত্র যাচাই-বাছাই করে কয়েকদিনের মধ্যেই বিস্তারিক জানাবে।
এবার থেকে ফ্র্যাঞ্চাইজি ফি ধরা হয়েছে ১০ কোটি টাকা। যা দলের মালিকদের বিসিবিতে জমা রাখতে হবে। পাশাপাশি তিন বছরের জন্য সূচিও চূড়ান্ত দিয়েছে বিসিবি।
২০২৩ সালে বিপিএলের নবম আসর শুরু হবে ৫ জানুয়ারি। ৪৩ দিনের এই টুর্নামেন্ট চলবে ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপর বিপিএলের দশম আসর শুরু হবে ২০২৪ সালে ৬ জানুয়ারি, শেষ হবে ১৭ ফেব্রুয়ারি। আর ২০২৫ সালে বিপিএলের একাদশ আসর মাঠে গড়াবে ১ জানুয়ারি। ৪২ দিনের এ আসর শেষ হবে ১১ ফেব্রুয়ারি। টানা তিনটি আসরের সবগুলোই অনুষ্ঠিত হবে সাতটি দল নিয়ে।
স্পোর্টসমেইল২৪/আরএস