দুপুরে ঢাকা-কুমিল্লা, সন্ধ্যায় লড়বে রংপুর-সিলেট

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৫ পিএম, ২০ নভেম্বর ২০১৭
দুপুরে ঢাকা-কুমিল্লা, সন্ধ্যায় লড়বে রংপুর-সিলেট

বিপিএলের ঢাকা পর্বে তৃতীয়বারের মত একদিনের বিরতি শেষে আজ (সোমবার) আবারও শুরু হচ্ছে মাঠের লড়াই। চট্টগ্রাম পর্বের আগে ঢাকা পর্বে আগামী দু’দিন চারটি ম্যাচ রয়েছে।

আজ দুপুর ১টায় দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটস ও তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স। সন্ধ্যা ৬টায় লড়বে সিলেট সিক্সার্স ও রংপুর রাইডার্স।

এবারের মৌসুমে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছে ঢাকা। যেখানে চারটি জয় তুলে নিয়েছে সাকিব-আফ্রিদি-পোলার্ডরা। সিলেটে পর্বে হার দিয়ে শুরু করলেও পরবর্তীতে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা। বর্তমানে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দলটি।

ঢাকার পাশাপাশি দুর্দান্ত পারফর্ম করছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টানা চার জয়ে লিগে দ্বিতীয় অবস্থানে তামিম ইকবালের দল। পাঁচ ম্যাচের প্রথমটিতেই শুধু হেরেছিল তারা। টানা চার জয়ে আট পয়েন্ট অর্জন করেছে নাফিসা কামালের মালিকানায় থাকা দলটি।

সিলেট পর্ব দিয়ে শুরু হয় এবারের বিপিএল। তাই স্বাগতিক হওয়ায় সিলেটে চারটি ম্যাচ খেলার সুযোগ পায় সিলেট। এর মধ্যে তিনটি ম্যাচেই জয় তুলে নেয় সিলেট। তবে ঢাকা পর্বে খেলতে নেমে খেই হারিয়ে ফেলেছে সিলেট। এখন পর্যন্ত তিন ম্যাচে অংশ নিয়ে মাত্র দু’টিতে জিতেছে তারা। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তাই সিলেট পর্ব শেষে পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলেও বর্তমানে চতুর্থস্থানে রয়েছে তারা। ৭ খেলায় ৭ পয়েন্ট সংগ্রহে আছে সিলেটের।

এবারের আসরে এখনও নিজেদের ভালোভাবে মেলে ধরতে পারেননি মাশরাফির নেতৃত্বাধীন রংপুর রাইডার্স। জয় দিয়ে আসর শুরু করলেও পরের তিন ম্যাচে হারের লজ্জা পায় তারা। গতকাল রংপুরের হয়ে মাঠে নেমেছিলেন টি-টোয়েন্টি ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল ও নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম।

গেইল ও ম্যাককালামকে নিয়ে হ্যাট্টিক হার এড়াতে চেয়েছিল রংপুর। কিন্তু ভাগ্য সহায় হয়নি তাদের। গেইল-ম্যাককালামের ব্যর্থতার দিন কুমিল্লার কাছে ১৪ রানে হেরে যান রংপুর। তবে ম্যাচ জিতে ঘুরে দাঁড়িয়ে নতুনভাবে পথচলা শুরু করাই প্রধান লক্ষ্য রংপুর রাইডার্সের।


বিষয়ঃ

শেয়ার করুন :


আরও পড়ুন

তামিম-লিটনকে জরিমানা

তামিম-লিটনকে জরিমানা

ব্যর্থ গেইল-ম্যাককালাম, কুমিল্লার কাছে হারলো রংপুর

ব্যর্থ গেইল-ম্যাককালাম, কুমিল্লার কাছে হারলো রংপুর

রাজশাহীকে ৬৮ রানে হারালো ঢাকা

রাজশাহীকে ৬৮ রানে হারালো ঢাকা

চিটাগংকে ৫ উইকেটে হারালো খুলনা

চিটাগংকে ৫ উইকেটে হারালো খুলনা