দ্বিতীয় দল হিসেবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। আসরের দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচ টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েয়ে চট্টগ্রাম। ফলে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে কুমিল্লা।
বুধবার (১৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে। ইতিমধ্যে প্রথম দল হিসেবে ফাইনাল নিশ্চিত করেছে সাকিব আল হাসানের ফরচুন বরিশাল।
লিগ পর্বে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকায় প্রথম কোয়ালিফাইয়ারে খেলেছিল দু’বারের চ্যাম্পিয়ন কুমিল্লা। ১০ খেলায় ৬ জয়, ৩ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থান নিশ্চিত করেছিল তারা। তবে প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে বরিশালের কাছে ১০ রানে হেরে গিয়েছে ইমরুল কায়েস-লিটন দাসের কুমিল্লা। ১০ খেলায় ৭ জয়, ২ হার ও ১টি পরিত্যক্ত ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থানে ছিল বরিশাল।
হেরে যাওয়ায় ফাইনালে যেতে কুমিল্লাকে লড়তে হচ্ছে এলিমেটর পর্বের জয়ী দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে। দ্বিতীয় কোয়ালিফাইয়ার ম্যাচে জয়ী দল দ্বিতীয় দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। ১৮ ফেব্রুয়ারি একই মাঠে অনুষ্ঠিত হবে বিপিএলের ফাইনাল।
এদিকে, ফাইনালে ওঠার লড়াইয়ে দুই একাদশেই একটি করে পরিবর্ত ন আনা হয়েছে।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ
আফিফ হোসেন (অধিনায়ক), আকবর আলী, বেনি হাওয়েল, মেহেদী হাসান মিরাজ, উইল জ্যাকস, চ্যাডউইক ওয়ালটন, শরিফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারী, নাসুম আহমেদ, জাকির হাসান এবং মৃত্যুঞ্জয় চৌধুরী।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ
ইমরুল কায়েস (অধিনায়ক), লিটন দাস, আরিফুল হক, মোস্তাফিজুর রহমান, আবু হায়দার রনি, তানভীর ইসলাম, শহিদুল ইসলাম, মাহমুদুল হাসান জয়, সুনীল নারিন, মঈন আলী এবং ফাফ ডু প্লেসিস।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]