বিপিএলের ফাইনাল শুরু হবে সাড়ে পাঁচটায়

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:২৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২২
বিপিএলের ফাইনাল শুরু হবে সাড়ে পাঁচটায়

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ৮ম আসরের ফাইনালের একটি দল নিশ্চিত হয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ারে নিশ্চিত হবে ফাইনালের দ্বিতীয় দল। এর মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, বিপিএলের ফাইনাল শুরু হবে বিকাল সাড়ে পাঁচটায়।

গ্রুপ পর্বের লড়াই শেষে বিপিএলের অষ্টম আসর প্রায় শেষ পথে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) জানা যাবে কার হাতে উঠছে এবারে শ্রেষ্ঠত্বের মুকুট। এ ম্যাচের জন্য সময় নির্ধারণ করেছে বিসিবি।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিসিবি জানিয়েছেন, ফাইনাল ম্যাচ শুরু হবে বিকাল সাড়ে পাঁচটায়। বিপিএলে দিনে দ্বিতীয় ম্যাচ একই সময়ে শুরু করা হতো। তবে শুক্রবারের ম্যাচগুলো শুরু হতো বিকালে সাড়ে ছয়টায়।

তবে ফাইনাল সাড়ে ছয়টায় না, শুরু হবে বিকালে সাড়ে পাঁচটায়। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।

ইতিমধ্যেই নির্ধারিত হয়েছে ফাইনালের একটি দলের নাম। দ্বিতীয় দলের নাম জানা যাবে বুধবার (১৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত দ্বিতীয় কোয়ালিফায়ারের পর।

বুধবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে কুমিল্লা ভিক্টোরিয়ানস এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ম্যাচের জয়ী দল ফাইনালে সাকিব আল হাসানের ফরচুন বরিশালের মুখোমুখি হবে।

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ রাজিন সালেহ

বাংলাদেশের নতুন ফিল্ডিং কোচ রাজিন সালেহ

বিপিএলের ‘ধারাভাষ্যে’ তামিম ইকবাল

বিপিএলের ‘ধারাভাষ্যে’ তামিম ইকবাল

কুমিল্লার অপেক্ষা বাড়িয়ে ফাইনালে বরিশাল

কুমিল্লার অপেক্ষা বাড়িয়ে ফাইনালে বরিশাল

হঠাৎ অসুস্থ হয়ে চট্টগ্রামের একাদশে নেই জ্যাকস

হঠাৎ অসুস্থ হয়ে চট্টগ্রামের একাদশে নেই জ্যাকস