বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) রাউন্ড রবিন পর্বের শেষ ম্যাচে দুর্দান্ত খেলা উপহার দিলো খুলনা টাইগার্স। তুলনামূলক শক্তিশালী দল কুমিল্লা ভিক্টোরিয়ানসকে ৯ উইকেটে হারিয়ে শেষ প্লে-অফে জায়গা করে নিয়েছে তারা। খুলনার প্লে-অফ নিশ্চিতে আসর থেকে বিদায় ঘটেছে তারকা নির্ভর দল মিনিস্টার ঢাকার।
শনিবার (১২ ফেব্রুয়ারি) দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে অধিনায়ক ফাফ ডু প্লেসিসের সেঞ্চুরিতে ৫ উইকেটে ১৮২ রানের বিশাল স্কোর গড়ে কুমিল্লা। জবাবে ব্যাট করতে নেমে মাত্র এক উইকেট হারিয়ে আন্দ্রে ফ্লেচার ও মেহেদী হাসানের ব্যাটে দুর্দান্ত জয় তুলে নেয় খুলনা টাইগার্স।
জয়ের জন্য মাত্র ১ রান দূরে থাকতে ৭৪ রান করা মেহেদী সাজঘরে ফিরেন। অন্যপ্রান্তে সেঞ্চুরি ১০১ রানে অপরাজিত ছিলেন ফ্লেচার। বাকি একটি রান নেন সৌম্য সরকার। মেহেদী হাসান ৪৯ বলে ৬টি চার ও চার ছক্কার মারে ৭৪ রান করেন। সেঞ্চুরি করা আন্দ্রে ফ্লেচার ৬২ বল খেলে ৬টি করে চার ও ছয় মারেন।
এর আগে এ ম্যাচে নেতৃত্ব দেওয়া ফাফ ডু ফ্লেসিস ৫৪ বলে ১২টি চার ও ৩টি ছক্কা হাঁকিয়ে ১০১ রান করেন। ডু প্লেসিস ছাড়া ওপেনার মাহমুদুল হাসান জয় ২৭ বলে ৩১ এবং মাহিদুল ইসলাম আকন ১১ বলে ২০ রান করেন। ম্যাচ সেরা হয়েছেন আন্দ্রে ফ্লেচার।
কুমিল্লার বিপক্ষে এ জয়ে টুর্নামেন্টের চতুর্থ দল হিসেবে প্লে-অফে খেলা নিশ্চিত করলো খুলনা। অন্যদিকে, খুলানার প্লে-অফ নিশ্চিতে আসর থেকে বাদ পড়েছে তারকার নির্ভর দল মিনিস্টার ঢাকা।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]