বিপিএলে দর্শক ফেরাতে চায় বিসিবি, অপেক্ষা সবুজ সঙ্কেতের

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৪:৩১ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২২
বিপিএলে দর্শক ফেরাতে চায় বিসিবি, অপেক্ষা সবুজ সঙ্কেতের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শুরু থেকেই মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিতে চেয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু সরকারের বিধি নিষেধের কারণে মাঠে দর্শক ফেরাতে পারেনি বিসিবি। তবে বিপিএলের প্লে-অফ থেকে দর্শক প্রবেশের অনুমতি দেওয়ার ভাবনা চিন্তা চলছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান শেখ সোহেল।

বিপিএলের প্লে-অফ থেকে মাঠে দর্শক প্রবেশের অনুমতি দিতে চায় বিসিবি। বিষয়টি বিসিবিতে চূড়ান্ত হলেও এখন সরকারের সিদ্ধান্তের অপেক্ষা।

দর্শক প্রবেশের বিষয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনা চলছে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কমিটির চেয়ারম্যান শেখ সোহেল।

গণমাধ্যমকে তিনি বলেন, ‘আমাদের দর্শকরা বঞ্চিত হচ্ছে, তারাও আসলে চায় মাঠে বসে খেলা উপভোগ করতে। কিন্তু করোনা পরিস্থিতি আমলে নিয়ে আমরা বিপিএলে দর্শক অনুমোদন দিইনি। কিন্তু এবার চাচ্ছি প্লে-অফ, ফাইনালে দর্শক থাকুক।’

করোনাভাইরাস মহামারির মধ্যে ২০২১ সালের নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠিত পাকিস্তান সিরিজে দর্শক প্রবেশের অনুমতি দিয়েছিল বিসিবি। সেবার মিরপুর আর চট্টগ্রামের গ্যালারি ধারণক্ষমতার ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি পেয়েছিল। এবারও সেই পথে হাঁটতে চায় বিসিবি।

এ বিষয়ে শেখ সোহেল বলেন, ‘আমাদের দিক থেকে আমরা প্রস্তুত, অন্তত ৫০ শতাংশ দর্শক অনুমোদন দিতে চাই। শুধু সরকারের অনুমতি প্রয়োজন, আমরা সেদিকে তাকিয়ে আছি। অনুমতিটা পেলেই দর্শকদের জন্য অনুমোদন দিয়ে দিবো। আপনারাওতো জানেন কোভিড পরিস্থিতির কারণে কিছু নিয়ম কানুন মেনে চলতে হচ্ছে।’

স্পোর্টসমেইল২৪/পিপিআর

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শাস্তি পেয়েও নিজেকে নির্দোষ দাবি বোপারার

শাস্তি পেয়েও নিজেকে নির্দোষ দাবি বোপারার

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে জরিমানার কবলে সোহান

আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে জরিমানার কবলে সোহান

তাসকিনকে নিয়ে তৈরি শঙ্কাই সত্যি হলো

তাসকিনকে নিয়ে তৈরি শঙ্কাই সত্যি হলো

ঢাকার শেষ পর্বে চলবে পাঁচ দলে গুরুত্বপূর্ণ লড়াই

ঢাকার শেষ পর্বে চলবে পাঁচ দলে গুরুত্বপূর্ণ লড়াই