ঢাকা-চট্টগ্রাম-ঢাকার পর সিলেট ঘুরে আবারও ঢাকায় ফিরলো বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) খেলা। ঢাকার এ পর্ব দিয়েই শেষ হবে দেশের জনপ্রিয় ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্ট বিপিএলের অষ্টম আসর। ঢাকার তৃতীয় ও শেষ পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে খুলনা টাইগার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
শুক্রবার (১১ ফেব্রুয়ারি) আসরের ২৭তম ম্যাচে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে খুলনা টাইগার্স। ফলে টস হেরে প্রথমে ব্যাটিং করছে পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা।
ঢাকার এই পর্বের প্রথম ম্যাচটি খুলনার জন্য প্লে-অফ নিশ্চিতের লড়াই। অন্যদিকে, আগেই প্লে-অফ নিশ্চিত করা কুমিল্লার লড়াই শীর্ষস্থান পুরুদ্ধারেরর। নিজেদের ৮ ম্যাচে ৪ জয় ও ৪ হারে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে রয়েছে মুশফিকের খুলনা। তবে প্লে-অফ নিশ্চিত করতে আরও ম্যাচে জয় প্রয়োজন।
অন্যদিকে, দ্বিতীয় স্থানে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পয়েন্ট ১১। নিজেদের খেলা ৮ ম্যাচে ৫ জয়, ২ হার এবং একটি পরিত্যক্ত ম্যাচে এ পয়েন্ট অর্জন করেছে দুইবারের চ্যাম্পিয়ন দলটি।
টুর্নামেন্টে এখন পর্যন্ত ৯ ম্যাচ খেলে ৬ জয়, ২ হার এবং একটি পরিত্যক্ত ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে রয়েছে সাকিব আল হাসানের ফরচুর বরিশাল। এছাড়া আসরে প্লে-অফে খেলার আশা থেকে ইতিমধ্যে ছিটকে গেছে সিলেট সানরাইজার্স।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]