ঢাকার শেষ পর্বে চলবে পাঁচ দলে গুরুত্বপূর্ণ লড়াই

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২২
ঢাকার শেষ পর্বে চলবে পাঁচ দলে গুরুত্বপূর্ণ লড়াই

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরে ইতিমধ্যেই প্লে-অফের দৌঁড় থেকে ছিটকে গেছে সিলেট সানরাইজার্স। ফরচুন বরিশালের পর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নিশ্চিত হলেও বাকি তিন দলের মধ্যে চলবে প্লে-অফের লড়াই। তবে সিলেট ছাড়া বাকি পাঁচ দলের জন্য পরের দুই রাউন্ডের খেলা খুবই গুরুত্বপূর্ণ।

সিলেট পর্ব শেষ হওয়ায় শুক্রবার (১১ ফেব্রুয়ারি) থেকে শুরু ঢাকার তৃতীয় ও শেষ পর্ব। সিলেট থেকে গ্রুপ পর্বের পরবর্তী দুই রাউন্ডের জন্য ছয়টি দল সিলেট থেকে ঢাকায় এসে পৌঁছেছে।

বিপিএলের চলমান আসরে ইতিমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে ফরচুন বরিশাল এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। তবে তারা এখন খেলবে টেবিলের শীর্ষ দু’টি স্থান ধরে রাখতে। এ মুহূর্তে দল দুটি শীর্ষে রয়েছে। তবে বাকি ম্যাচগুলোতে হারলে শীর্ষ দু’টি স্থান হারাতে পারে তারা। এছাড়া প্লে-অফের বাকি দু’টি স্থানের জন্য লড়বে- খুলনা টাইগার্স, মিনিস্টার গ্রুপ ঢাকা এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্স।

ঢাকার তৃতীয় পর্বে দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে খুলনা টাইগার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। পরের ম্যাচে ফরচুন বরিশালের মুখোমুখি হবে মিনিস্টার গ্রুপ ঢাকা। শুক্রবার দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়।

শীর্ষ দু’টি স্থান নিশ্চিত করা দলগুলোর জন্য ঢাকা পর্ব বেশ গুরুত্বপূর্ণ। কারণ, শীর্ষের দু’টি স্থানে থাকতে পারলে কোয়ালিফাইয়ার-১-এ খেলার সুযোগ পাবে তারা। আর কোয়ালিয়াইয়ার-১ এর বিজয়ী দল সরাসরি ফাইনালে খেলবে। কিন্তু হারলেও ফাইনালে উঠার জন্য আরও একটি সুযোগ থাকবে।

টেবিলের তৃতীয় ও চতুর্থস্থান পাওয়া দল খেলবে এলিমিনেটরে। এলিমিনেটরে হেরে যাওয়া দল আসর থেকে বাদ পড়বে। আর জয়ী দল ফাইনালের জন্য কোয়ালিফাইয়ার-১এ হেরে যাওয়া দলের বিপক্ষে খেলবে।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

শাস্তি পেয়েও নিজেকে নির্দোষ দাবি বোপারার

শাস্তি পেয়েও নিজেকে নির্দোষ দাবি বোপারার

‘বাদ পড়া’ সিলেটকে হারিয়ে প্লে-অফে কুমিল্লা

‘বাদ পড়া’ সিলেটকে হারিয়ে প্লে-অফে কুমিল্লা

খুলনাকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইলো ঢাকা

খুলনাকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইলো ঢাকা

‘বল টেম্পারিং’ চেষ্টায় পেনাল্টি খেল সিলেট সানরাইজার্স

‘বল টেম্পারিং’ চেষ্টায় পেনাল্টি খেল সিলেট সানরাইজার্স