আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে জরিমানার কবলে সোহান

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:১৩ পিএম, ০৯ ফেব্রুয়ারি ২০২২
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে জরিমানার কবলে সোহান

ফরচুন বরিশালের উইকেটরক্ষক নুরুল হাসান সোহানকে ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সিলেটের বিপক্ষে ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের অসন্তোষ প্রকাশ করে প্রতিবাদ জানানোও তাকে এ জরিমানা করা হয়েছে।

বুধবার (৯ ফেব্রুয়ারি) বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) স্বাগতিক সিলেট সানরাইজার্সের বিপক্ষে ম্যাচে ১২ রানের জয় পেয়েছিলেন নুরুল সোহানরা। ম্যাচে সিলেটের ইনিংসের ১৪তম ওভারে সাকিব আল হাসানের বলে স্ট্যাম্পিং হন অধিনায়ক রবি বোপারা। বলটি বোপারার ব্যাট ফাঁকি দিয়ে সোহানের প্যাডে লেগে স্ট্যাম্পে আঘাত হানে। তৎক্ষণাৎ জোরালো আবেদন জানান সোহান।

আবেদনের পর থার্ড আম্পায়ারের সিগনাল দিতে একটু সময় নেন লেগ আম্পায়ার মোজাহিদুজ্জামান। সে সময় ধৈর্য্যহারা হয়ে রাগের ভঙ্গিতে স্কয়ার লেগ আম্পায়ারকে থার্ড আম্পায়ারের কাছে যেতে ‌‘নির্দেশ’ দেন সোহান। যা বিসিবির কোড অব কন্ডাক্টের ২.৪ অনুচ্ছেদের আওতায় লেভেল-১ হিসেবে আচরণবিধি পরিপন্থি।

আম্পায়ারের সাথে এমন আচরণ করায় শাস্তি ম্যাচ ফি’র ২০ শতাংশ জরিমানা এবং সোহানের নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। সোহান নিজের ভুল মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোন শুনানির প্রয়োজন পড়েনি।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

খুলনাকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইলো ঢাকা

খুলনাকে হারিয়ে প্লে-অফের দৌড়ে টিকে রইলো ঢাকা

বল টেম্পারিং: রবি বোপারোকে বিসিবির কঠোর শাস্তি

বল টেম্পারিং: রবি বোপারোকে বিসিবির কঠোর শাস্তি

সিলেটকে বিদায় করে সবার আগে প্লে-অফে বরিশাল

সিলেটকে বিদায় করে সবার আগে প্লে-অফে বরিশাল

ধূমপান করে ‘ওয়ার্নিং’ পেলেন মোহাম্মদ শাহজাদ

ধূমপান করে ‘ওয়ার্নিং’ পেলেন মোহাম্মদ শাহজাদ