‘বল টেম্পারিং’ চেষ্টায় পেনাল্টি খেল সিলেট সানরাইজার্স

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ০৭ ফেব্রুয়ারি ২০২২
‘বল টেম্পারিং’ চেষ্টায় পেনাল্টি খেল সিলেট সানরাইজার্স

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ‌‘বল টেম্পারিং’-এর চেষ্টা করে পেনাল্টি খেয়েছে সিলেট সানরাইজার্স। খুলনা টাইগার্সের বিপক্ষে বল করার সময় দলের নেতৃত্ব পাওয়া রবি বোপারা এ ঘটনা ঘটান। ধরা পড়ায় পেনাল্টি হিসেবে প্রতিপক্ষ দল খুলনাকে অতিরিক্ত ৫ রান দেওয়া হয়েছে।

ইনিংসের নবম ওভারের বল করেন মোসাদ্দেক হোসেন সৈকতের পরিবর্তে সিলেটের নেতৃত্ব পাওয়া রবি বোপারা। ওভারের তৃতীয় বলের আগে নক দিয়ে ‘বল টেম্পারিং’-এর চেষ্টা করে তিনি। বিষয়টি টিভি আম্পায়ারের দৃষ্টিতে ধরা পড়লে অনফিল্ড আম্পায়ারদের জানানো হয়।

তৃতীয় বল করার পর বোপারার কাছ থেকে অনফিল্ড দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও প্রাগিথ রামবুকভেলা বল চেয়ে নেন। বল নিয়ে দুই আম্পায়ার বেশ কিছুক্ষণ কথা বলেন। এ সময় টিভি রিপ্লে’তে বার বার দেখানো হয় ইংলিশ ক্রিকেটার রবি বোপারার লজ্জাজনক চেষ্টার সেই দৃশ্য।

টিভি রিপ্লে’তে দেখা যায়, বাঁ-হাত দিয়ে বল আড়াল করে ডানহাতের দুই আঙুলের নখ দিয়ে বলে আঘাত করছেন বোপারা। তাৎক্ষণিকভাবে বিষয়টি আম্পায়ারদের নজরে আসায় কথা বলা শেষে নতুন বল দিয়ে খেলা শুরু করেন।

বল টেম্পারিং চেষ্টার অপরাধে তাৎক্ষণিকভাবে সিলেট সানরাইজার্সকে শাস্তি দেওয়া হয়। শাস্তি হিসেবে খুলনার স্কোরবোর্ডে ৫ রান বাড়তি দেওয়া হয়।

স্পোর্টসমেইল২৪/আরএস

[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]



শেয়ার করুন :


আরও পড়ুন

বল টেম্পারিং : সবাই জানতেন, শুধু ধরা পড়েছিলেন ব্যানক্রাফট

বল টেম্পারিং : সবাই জানতেন, শুধু ধরা পড়েছিলেন ব্যানক্রাফট

ক্রিকেট বলে স্যানিটাইজার, নিষিদ্ধ অস্ট্রেলিয়ার পেসার

ক্রিকেট বলে স্যানিটাইজার, নিষিদ্ধ অস্ট্রেলিয়ার পেসার

বলে স্যানিটাইজার মিশিয়ে ৯ ম্যাচ নিষিদ্ধ ক্লেডন

বলে স্যানিটাইজার মিশিয়ে ৯ ম্যাচ নিষিদ্ধ ক্লেডন

বৈধতা পেতে পারে বল টেম্পারিং

বৈধতা পেতে পারে বল টেম্পারিং