বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চলমান অষ্টম আসরে ভালো অবস্থায় নেই সিলেট সানরাইজার্স। নিজেদের খেলা ৬ ম্যাচে মাত্র ৩ পয়েন্ট নিয়ে টেবিলের তলানীতে রয়েছি ফ্র্যাঞ্চাইজিটি। এ অবস্থায় দলের নেতৃত্ব হারালেন নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত।
সোমবার (৭ ফেব্রুয়ারি) খুলনা টাইগার্সের বিপক্ষে নিজেদের মাঠে খেলতে নেমেছে সিলেট সানরাইজার্স। ওই ম্যাচে খুলনার মুশফিকুর রহিমের সাথে টস করতে নামেন রবি বোপারা। পরে জানা যায়, টানা হার থেকে রক্ষা পেতে দলের নেতৃত্বে পরিবর্তন এনেছে সিলেট। ইংল্যান্ডের এই ক্রিকেটারের উপর দেওয়া হয়েছে দায়িত্ব।
চলমান বিপিএলে নিজেদের ম্যাচে মিনিস্টার ঢাকার বিপক্ষে জয় পেয়েছিল সিলেট। মিরপুরের ওই ম্যাচে ঢাকাকে ১০০ রানে আটকে রেখে ১৮ বল বাকি রেখেই ৭ উইকেটের জয় তুলে নিয়েছিল তারা। এরপর আর কোন ম্যাচে জয়ের দেখা পায়নি দলটি।
সর্বশেষ ঢাকার দ্বিতীয় পর্বে বৃষ্টির কারণে বরিশালের বিপক্ষে ম্যাচটি পরিত্যক্ত হলে এক পয়েন্ট পায় মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বাধীন সিলেটের দলটি। দল টানা হারের বৃত্তে থাকলেও মালিকপক্ষ মোসাদ্দেকের উপরের আস্থা রেখেছিল। তবে নিজেদের মাঠে গিয়ে নেতৃত্বের পরিবর্তন আনলো ফ্র্যাঞ্জাইজিটি।
টেবিলের তলানীতে থাকা দলটিতে আরও একটি ধাক্কা এসেছে। পিঠের চোটে পড়ায় বিপিএলের বাকি অংশ থেকে ছিটকে গেছেন সিলেটের হয়ে খেলা পেসার তাসকিন আহমেদ। তার পরিবর্তে পেসার এ কে এস স্বাধীনকে স্কোয়াডে ভিড়িয়েছে সিলেট সানরাইজার্স।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]