পিঠের চোটে পড়ায় বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) বাকি অংশে পেসার তাসকিন আহমেদের খেলা নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছিল। সেই শঙ্কায় এবার সত্যি হলো। বিপিএলের চলমান আসরে তাসকিনের আর খেলা হচ্ছে না। ইনজুরির কারণে আসরের বাকি অংশ থেকে ছিটকে গেছেন সিলেট সানরাইজার্সের হয়ে খেলা তাসকিন আহমদে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সিলেট সানরাইজার্সের পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বলা হয়, ‘পিঠের ইনজুরির কারণে বিপিএলের বাকি অংশ থেকে ছিটকে গেছেন তাসকিন আহমেদ।’
চলতি ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসছে আফগানিস্তান ক্রিকেট দল। সফরে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। এই সিরিজের কথা বিবেচনায় রেখে তাসকিনকে নিয়ে ঝুঁকি নিতেও প্রস্তুত নয় বোর্ড।
সিলেট ফ্র্যাঞ্চাইজির চিকিৎসক জয় সাহা এর আগে জানিয়েছিলেন, ‘তাসকিনের পিঠের চোট পুরনো। সে আমাদের জানিয়েছিলেন যে, চট্টগ্রাম পর্বের পর তিনি ব্যথা অনুভব করছেন। এরপর আমরা একটি এমআরআই করি। তাতে চোটটি পুরনো বলেই ধরা পড়ে।’
ফ্র্যাঞ্চাইজির পক্ষ থেকে বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) মেডিকেল টিমকে জানানো হয়েছিল। বোর্ডের নির্দেশনা অনুযায়ী তাসকিনকে বিশ্রামে রেখেছিল সিলেট। তবে সামনে দেশের খেলা থাকায় নতুন করে আর ঝুঁকি নিতে চায়নি সিলেট।
এদিকে, বিপিএলের বাকি অংশ থেকে তাসকিন ছিটকে যাওয়ায় পেসার এ কে এস স্বাধীনকে স্কোয়াডে ভিড়িয়েছে সিলেট।
স্পোর্টসমেইল২৪/আরএস
[আমরা এখন sportsmail.com.bd ঠিকানাতেও। খেলাধুলার সর্বশেষ সংবাদ পড়তে ইনস্টল করুন আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপস ]